আমাদের কথা খুঁজে নিন

   

মিরসরাইয়ের আবু তোরাবে শোকসভায় হাজারো মানুষ

দুর্ঘটনায় ৪৩ স্কুলশিক্ষার্থীসহ ৪৪ জনের প্রাণহানিতে শোক প্রকাশ করতে মিরসরাইয়ের আবু তোরাব বিদ্যালয়ে সমবেত হয়েছে হাজারো মানুষ। গেছেন শিক্ষামন্ত্রীও। বিদ্যালয়ে কোনো ক্লাস হচ্ছে না। প্রধান শিক্ষক জাফর সাদেক জানিয়েছেন, সোমবারের দুর্ঘটনায় নিহত ৪৩ শিক্ষার্থীর মধ্যে ৩৫ জনই তার বিদ্যালয়ের। মৃত শিক্ষার্থীদের তালিকা করতে শিক্ষকদের ব্যস্ত দেখা যায়।

স্থানীদের চোখে-মুখে শোকের ছাপ। সকাল ১১টা ৪০ মিনিটে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ স্কুলপ্রাঙ্গণে পৌঁছান। শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ারও শোকসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণহানিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তিন দিনের শোক পালিত হচ্ছে। সোমবার দুপুরে মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখে একটি ছোট ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে আবু তোরাব বাজার ও বড় তাকিয়া সংযোগ সড়কের মায়ানি সৈয়দ আলী গ্রামে দুর্ঘটনায় পড়ে স্কুলশিক্ষার্থীরা।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যর একটি তদন্ত কমিটি করেছে যোগাযোগ মন্ত্রণালয়। দুর্ঘটনার জন্য মিনিট্রাকের চালক মফিজ উদ্দিনকে আসামি করে একটি মামলা হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।