আমাদের কথা খুঁজে নিন

   

হে দয়াময়, দয়ার সাগর... একি তোমার নমূনা

বৃথা হয়রানি বাচ্চাগুলো দলবেঁধে খেলা দেখতে গিয়েছিল, কেউ হয়ত খেলতে। আবার ফিরলও দল বেঁধে; স্কুলের মাঠে। তবে হার বা জিতের আনন্দ বা দু:খ ভাগাভাগি করতে নয়, নিজেদের জানাজায় হাজির হতে। লাশ হয়ে। অদৃষ্টের কী নির্মম পরিহাস! আমি মাস্টার মানুষ।

আমাদের স্টুডেন্টগুলো দুষ্টামি করে; সামলাতে না পারলে মারি। আবার এদের কিছু হলে আমাদেরই বেশি লাগে। এই তো সেদিন ক্লাস এ'টের একটা ছেলে (প্রথম সারির ছাত্র) জাম গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিল। সিলেট মেডি. কলেজ হাস.-এর সিটিস্ক্যান রুমের সামনে দাঁড়িয়ে সব শিক্ষকরা মিলে আমরা কেঁদেছিলাম। চঞ্চল বলে কত মার মেরেছি, আবার মুকুট নাটকের `রাজধর'-এর পাট করে রেস্টুরেন্টে গিয়ে আমার সঙ্গে মিষ্টিও খেয়েছে ।

সেদিন এক `আকাশ'-এর শোক (অবশ্য ও মারা যায় নি, সবার চেষ্টায় সুস্থ্য হয়ে ফিরেছ) আমরা মেনে নিতে পারিনি। আজ এতোগুলো লাশের শোক আমরা সইব কীভাবে। ঈশ্বর তোমার লীলা অপার। দয়ার সাগর তুমি। তারপরও মাঝে মাঝে মনে হয় তুমি বড়ো নিষ্ঠুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।