আমাদের কথা খুঁজে নিন

   

হোসনে আরা ও লুৎফর রহমানকে গ্রেপ্তারের চিন্তা-ভাবনা চলছে। ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত কারী অভিযুক্ত শিক্ষকদের গ্রেপ্তারে শিক্ষা সচিবের সিগন্যাল

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত কারী অভিযুক্ত শিক্ষকদের গ্রেপ্তারের সিগন্যাল দিয়েছেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। গতকাল বিকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভর্নিং বডির সদস্যদের সঙ্গে শিক্ষা সচিবের বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ সিদ্ধান্তের পর ডা. দিলীপ রায়ের সভাপতিত্বে স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে গভর্নিং বডির জরুরি সভা বসে। সভায় ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। গভীর সমবেদনা জানানো হয় নির্যাতিত ছাত্রী ও তার পরিবারের প্রতি।

গভর্নিং বডি একই সঙ্গে প্রতিষ্ঠানের ছাত্রী ও অভিভাবকদের দাবির প্রতি সহানূভূতি প্রকাশ করেছেন। গভর্নিং বডির সিদ্ধান্তের কথা উল্লেখ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডা. দিলীপ রায় বলেন, ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আরও যারা অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেয়া হবে। হোসনে আরা ও লুৎফর রহমানকে গ্রেপ্তারের চিন্তা-ভাবনা চলছে: মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শাহাদত হোসেন বলেছেন, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুৎফর রহমানকে গ্রেপ্তারের চিন্তা-ভাবনা চলছে। ছাত্রীর দায়ের করা মামলার তদন্তে অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া গেছে।

তদন্ত সূত্রমতে জানা গেছে, ১০ম শ্রেণীর ধর্ষিতা ছাত্রী পরিমলসহ ওই দুই শিক্ষককে মামলার আসামি হিসেবে উল্লেখ করেছে। অভিযোগপত্রে ওই ছাত্রী জানায়, পরিমলের যৌন নির্যাতনের বিষয়টি অনেক আগেই শাখা প্রধান লুৎফর রহমানকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও তিনি ত্বরিৎ কোন ব্যবস্থা নেননি। উল্টো বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ছাত্রীর অভিযোগ অনুযায়ী মূল ভবনের অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখা প্রধান লুৎফর রহমান উভয়ই ছাত্রীদের ওপর যৌন নির্যাতন সম্পর্কে অবহিত ছিলেন।

কিন্তু তারা পরিমলের বিষয়টি ইচ্ছা করেই চেপে যান। এখন অভিযোগকারী ছাত্রীর সঙ্গে আরও একবার কথা বলে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে হোসনে আরা ও লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.