আমাদের কথা খুঁজে নিন

   

কবি অরুন সেন ও আমি

আমি চট্টগ্রামের ছেলে, কর্ণফূলীর তীর ঘেষে শাহমীর পুর গ্রামে আমার জন্ম। আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের কবি অরুন সেন ও আমি নবারুণ চট্টগ্রাম থেকে প্রকাশিত কবিতা বিষয়ক মুখপত্র "ঋতপত্র" এর সম্পাদক কবি অরুন সেনের সাথে সেই সাক্ষাৎ এখনো আমার তন্ত্রীতে বাজে। প্রথম কথা হয়েছিলো মোবাইল ফোনে।

তারপর সরাসরি। সাধারন গড়নের সোজাসাপটা একজন মানুষ। পানের রঙে আলতার আভাস। কথার মাঝে নম্র হাসিটাই বা কম কিসে। দেখা হয়েছিলো বাতিঘর লাইব্রেরীর সামনে।

হাত ধরে নিয়েগিয়েছিল আন্দরকিল্লা মোড়ে। আমার হাতে একটি বই ধরিয়ে দিল-"ঋতপত্র" । ঐদিন আবার সংবাদ পত্রিকায় অরুন সেনের ঋতপত্র নিয়ে একটি পূর্ণ পৃষ্টার সংবাদ বেরিয়েছিলো। এক কপি কিনলাম আমিও। আসলে গিয়েছিলাম প্রকাশিতব্য ম্যাগাজিন "The Westwind" বিষয়ে পরামর্শ নিতে।

এরই ফাঁকে আলোচনা করলাম রাজনীতি,সাহিত্য ও অর্থনীতি নিয়ে। বাদ যায়নি সংসার বিষয়ও। আসার সময় আন্দরকিল্লায় একটি ছোট চায়ের দোকানের চা খাওয়ালেন। এসব এখন আমর সম্বল, আমার অনুপ্রেরনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।