আমাদের কথা খুঁজে নিন

   

রবি বাবু এতো কঠিন সত্য কথা বলেছেন আগে জানা ছিলোনা!!! সাহিত্যের আঙিনায় বিচরণ খুব সীমিত তো!!

মায়া লাগাইসে...পিরিতি শিখাইসে…দেওয়ানা বানাইসে… কি জাদু করিয়া বন্দে…মায়া লাগাইসে…...... "পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মত সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথমযৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মত সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারাজীবন পোড়ায়।" - রবীন্দ্রনাথ ঠাকুর রবি বাবু এতো কঠিন সত্য কথা বলেছেন আগে জানা ছিলোনা!!! সাহিত্যের আঙিনায় বিচরণ খুব সীমিত তো!!...তাই এতো পরে জানলাম...... আর সেই কঠিন কথাটিই যে আমার জীবনেই সত্য হয়ে ফিরবে তাও তো অজানাই ছিলো!!! তবে ভালোবাসা প্রকাশ হলেও এবং সাদরে গৃহীত হলেও যে অন্তর পোড়ে কখোনো কখোনো এটা রবিবাবু জানতেন বৈকি, এখানে বলেননি শুধু.......!!! বলেছেন নিশ্চয়ই অন্য কোথাও ,অন্য কোনখানে...যা আমার জানার পরিধির বাইরে.....! ধন্যবাদ রবিবাবু আপনাকে.....কঠিন সত্য কথনের জন্যে.......!!! **ক্যাচাল ::: রবিঠাকুরের কথা নিয়ে পোস্ট দেয়ার দুঃসাহস করলাম।!!! ভয়ে ভয়ে আছি কে কি বলে আবার!! কোন ভুলচুক হলে মাফি পিলিজ!!! --------------------------------------------------------------------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।