আমাদের কথা খুঁজে নিন

   

আসেন হয় গেম খেলি, নাইলে গেম খেলাই। - সহজেই আপনার সাইটে এড করুন একখান গেম

ধুর এই পোষ্টটিতে একটি JavaScript কোড দেওয়া হয়েছে। যা ব্যবহার করে সহজেই আপনি আপনার ওয়েব সাইটে একটি গেম তৈরী করতে পারবেন। আপনার যা করতে হবে, তা হল কপি, পেষ্ট আর সেভ। তারপর আপনার সাইটে আপলোড। গেমের বর্ণনা এই গেমটি সম্পূর্ণ JavaScript এ লেখা।

এটি খেলার জন্য ব্রাউজারে JavaScript এনাবল করা থাকতে হবে (যা ডিফল্ট ভাবে করাই থাকে), অন্য কোন প্লগইন লাগবে না। গেমটি মুলত পিংপং গেম গুলির একটি JavaScript ভার্সন। এটি খেলার জন্য আপনাকে প্রথমে প্লে বাটনে ক্লিক করতে হবে, তারপর নিচের প্যাডটি মাউসের সাহায্যে নাড়িয়ে বল বাঁচাতে হবে। প্রতিবার বল বাঁচালেই পাবেন ১০০ করে পয়েন্ট। আর খেলা শেষে দেখান হবে আপনার মোট পয়েন্ট।

আর গেমটি সম্পূর্ণ অফলাইন গেম, তাই ইন্টারনেট কানেকশন না থাকলেও খেলতে পারেন। গেমের প্রিভিউ: গেমটি দেখতে এখানে ক্লিক করুন। গেমের কোড: যেহেতু গোমের কোডটি বেশ বড়, তাই এখানে না দিয়ে আলাদা একটি পেইজে দিলাম, এখানে ক্লিক করুন । এবার কোডটি কপি করুন। তারপর একটি Notepad খুলে তাতে পেষ্ট করুন।

এবার নিচের ছবির মত করে গেমটির নাম game.html এবং File types এ All files (*.) সিলেক্ট করুন। ব্যাস, হয়ে গেল আপনার গেম। আপনার সেভ করা স্থান থেকে game.html ফাইলটি চালিয়ে দেখুন, আর নিজের সাইটেও শেয়ার করুন। আর হ্যাঁ, গেমটি খেলে কত স্কোর করলেন জানাতে ভুলবেন না কিন্তু। পূর্ব প্রকাশিত: আমার নিজস্ব ব্লগে গেমটি কপি করা হয়েছে JavaScriptSource.com থেকে, এখানে এমন আর অনেক কিছুই পাবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.