আমাদের কথা খুঁজে নিন

   

বালি'কে লেখা চিঠি (মে, ৫) --- সোনাই

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! প্রিয় বালি, আচ্ছা তুই না বলেছিলি আমাদের পৃথিবীর সুন্দর একটা নাম দিতে??? আমাদের পৃথিবীর নাম দিলাম..."সোনাবালি'র আপন ভুবন", তোর পছন্দ হয়েছে???? দেখলি??? এই নামটাও আমি দিলাম, এই মেইল টা তার প্রমান... হা হা হা... (আসলে হলো, দু’জনে একসাথে বসে দু’টুকরো কাগজে যার যার পছন্দের নাম লিখেছিলাম... বালি লিখেছিল ‘আমাদের আপন ভুবন’, সোনাই লিখেছিল ‘সোনাবালি’; পরে দু’টোকে মিলিয়ে রাখা হলো ‘সোনাবালি’র আপন ভুবন’) আজ আর লিখতে পারব না রে, তোর কাছে চিঠি লেখার সময় তুই আজ খেয়ে দিয়েছিস !! ভাল থাকিস, তোর সোনাই  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।