আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় হে প্রেয়সী

বিদায় হে প্রেয়সী, চোখের নোনা জলে, বোবা কান্নায়, বুকের পাথর জমানো কষ্টে, হৃদয়ের রক্তক্ষরণে, তোমাকে জানাই বিদায়। অলস দুপুরে, নির্ঘুম রাতে সীমাহীন স্মৃতি, হাসি-ঠাট্টা মান-অভিমান, কখনো’বা ঝগড়া দু’ফোঁটা গড়িয়ে পড়া অশ্রু, সব তোমার, তোমার দেয়া। কোন এক বৃষ্টি¯œাত সন্ধ্যায় হাতে নিয়ে কফির মগ, বারান্দায় বসে বৃষ্টি ছাঁটে, ভিজবে এ হৃদয় - তোমার উষ্ণ স্পর্শের অভাবে। একাকী বসে ভর দুপুরে রবীন্দ্রের গানে চোখ বুজে তোমার স্মৃতি ভর করবে চোখে ভিজবে দু’চোখ - তুমি নেই বলে। সন্ধ্যা শেষে রাতের আলো জ্বলবে হেসে, নি:সঙ্গতা আমার সঙ্গী হবে, একাকী আমি তোমায় ভেবে, জানালা ধরে দুর আকাশে, তারার মাঝে খুঁজব তোমায় না পাওয়ার বেদনায় পড়ব ভেঙ্গে। কৃষ্ণচুড়ার ফিকে লালে, ভার্সিটির সবুজ পাতার মেলায়, বইমেলার ঐ ধুলিকণায়, স্বাধীনতা দিবসের গানের মাঝে, রাস্তার পাশের ফুচকায় ঝাঁঝে , পহেলা বৈশাখের বটমুলে, খুঁজে ফিরি ব্যাকুল হয়ে। বিদায় হে প্রেয়সী ভেজা চোখে জানাই বিদায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.