আমাদের কথা খুঁজে নিন

   

বিশ বছর আগে কোথায় ছিলেন পরিমল? আহমেদ রিয়াজ

১৯৯৪-৯৫ সালের কথা। মিরপুর ২ নম্বর সেকশনের একটা টিউশনি করতাম। দুজন পড়াতাম। বড়টা ছাত্রী। পড়ত কাস নাইনে।

একদিন পড়ানোর সময় এক মহিলা এসে বললেন, স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। অবাক হলাম! কারণ তাঁকে আমি চিনি না। তাকালাম ছাত্রীর দিকে। বলল, স্যার, উনি আমাদের পাশের বাসার খালাম্মা। অনেক দিন থেকেই আপনার সঙ্গে কথা বলতে চান।

বললাম, বলুন। মহিলা এবার বলতে শুরু করলেন, আপনার জানাশোনা হিন্দু টিচার আছে? জানতে চাইলাম, কেন? বললেন, আমার জন্য একজন হিন্দু টিচার খুঁজে দিন। আরো অবাক হলাম! হিন্দু টিচার কেন? অনেকেই আমার কাছে টিচার খুঁজতেন। কিন্তু কেউ কখনো হিন্দু টিচার বা মুসলমান টিচারের কথা বলে নাই। ভাবলাম হয়ত মহিলাটি হিন্দু।

তাই হিন্দু টিচার খুঁজছেন। কারণ অনেক হিন্দু মহিলা আছেন, যারা ঘরে মুসলমান ঢোকাতে চান না। খানিক সময় ভেবে বললাম, ঠিক আছে, খুঁজে দেখব। মহিলা চলে গেলেন। এরপর জানতে চাইলাম ছাত্রীর কাছে, ওনারা কি হিন্দু? ছাত্রী বলল, না।

খুব ধার্মিক পরিবার। আবারও অবাক হলাম। ধার্মিক পরিবার, কিন্তু হিন্দু টিচার খুঁজছেন! কারণটা কী? জানতে চাইলাম, কিন্তু হিন্দু টিচার খুঁজছেন কেন? ছাত্রী বলল, আসলে উনার চারটা মেয়ে। বড় বড়। তাই।

কিন্তু বড় বড় মেয়ের সঙ্গে হিন্দু টিচারের যোগাযোগটা যে কোথায় বুঝতে পারলাম না। বোকা হয়ে গেলাম। হা হয়ে তাকিয়ে রইলাম ছাত্রীর দিকে। আমাকে হা হয়ে তাকাতে দেখে ছাত্রী এবার হেসে ফেলল। বলল, স্যার বুঝতে পারেন নি? আসলে তার মেয়েরা বড় দেখেই হিন্দু টিচার চাইছেন।

মেয়েরা সুন্দরীও। মুসলমান টিচার হলেই তো...(পুরোটা বলতে পারেনি সে। তবে বুঝে নিয়েছি টিচার-ছাত্রী প্রেম, পালিয়ে বিয়ে-এসব)। হিন্দু টিচারের বেলায় তো আর সে সমস্যা নেই। তখন একবার ভেবেছিলাম মহিলাকে বোঝাই, যে খারাপ সে খারাপই।

তার কোনো জাত নেই, ধর্ম নেই। বিষয়টা জানার পর ওই মহিলার জন্য টিচার খোঁজার রুচিই নষ্ট হয়ে গিয়েছিল। আরো কয়েকবার এসেছিলেন মহিলা। জানিয়েছিলাম, খুঁজছি। বিশ বছর পরে তেমন টিচার খুঁজে পেয়েছি।

কিন্তু হায় বড্ড দেরি হয়ে গেছে। ইশ্, পরিমল বাবুরা, কেন যে বিশ বছর আগে আপনাদের দেখা পাইনি। তাহলে ওই মহিলার একটা উপকার করতে পারতাম। এসময় যদি টিচার খোঁজার বেলায় সেই মহিলার মতো মনমানসিকতার কেউ থেকে থাকেন, তাহলে কোন ধর্মের টিচার খুঁজবেন তিনি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।