আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী আটক

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। শ্রীমঙ্গলস্থ ১৪ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা গত বৃহস্পতিবার রাতে ভারতীয় শাড়ি পাচারকালে গাড়িসহ প্রায় ৪০ ল টাকার মালামাল আটক করেছে। গত শুক্রবার সকালে শ্রীমঙ্গলস্থ ১৪ বিজিবির সদর দপ্তরে এক প্রেস ব্রিপিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার রাতে একদল চোরাকারবারী ভারতের ত্রিপুরা থেকে চুরাই পথে ভারতীয় শাড়ি সংগ্রহ করে একটি মাইক্রোবাস যোগে ঢাকায় পাচারের সময় কুলাউড়া উপজেলার মুরাইছড়া ফাঁড়ির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহমান এর নেতৃতে একদল টহল বাহিনী ১৮৪৫ নং ফিলারের পাশ থেকে শাড়িভর্তি একটি হাই-সুপার জিএল মাইক্রোবাস (গাড়ি নং-ঢাকা মেট্রো চ-১৩২২২৬) আটক করে। আটককৃত এ অবৈধ শাড়িগুলোার আনুমানিক মূল্য প্রায় ২৪ ল টাকা। শাড়ীর মালিক পলাতক রয়েছে। তবে এসময় গাড়ি চালক মো. জাহিনুর আহমেদ (২৮) এবং হেলপার মো. আলমগীর হোসেন (২৫) নামের দু’জনকে আটক করতে সম হয় বিজিবি’র সদস্যরা। আটককৃত মালামাল শমসেরনগর কাষ্টমস অফিসে জমা রাখা হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.