আমাদের কথা খুঁজে নিন

   

একটি হায় হায়! পোস্ট

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . . হায়রে আমার ভাগ্য! হায়রে কপাল, হায়রে হার্ডডিস্ক! হায়রে সময়! হায়রে কি-বোর্ড! হায়রে ব্লগিং! হায়রে ফেসবুক! হায়রে রাতজাগা! হায়রে এলোমেলো গান! হায়রে রবীন্দ্রসঙ্গীত! হায়রে রাতের আলো! হায়রে অযথা সময়ক্ষেপন! হায়রে টুইটার! হায়রে কষ্ট! হায়রে সামু! হায়রে বন্ধু! হায়রে আমি! হায়রে টাকা! হায়রে ল্যাপটপ, হায়রে আমার ভাগ্য!!! হায় হায় = নীরব ল্যাপটপ = নিশঃব্দের কী-বোর্ড [হাফ সেঞ্চুরি একটা স্মরণীয় কাজই বটে! এজন্য একটা ভালো পোস্ট লেখার ইচ্ছে বেশ! সব সময় অবশ্য ইচ্ছা সম্পূর্ণ না হয়ে অনিচ্ছাকৃত হলেও অসম্পূর্ণ থাকে। কিন্তু সময় গেলেও, হাফ সেঞ্চুরির সুবর্ণ সুযোগ এলেও আমি শেষ রানটা বোধ হয় ঠিক মতো করতে পারলাম না। ৫ এর সাথে ০ যোগ হয়েছে বটে, তবে আমার কাঙ্খিত ০ টা আসলে ডাবল জিরো হয়ে গেছে। ল্যাপটপের হার্ডডিস্ক কার ইশারায় যেন 'উপরে' চলে গেছে! আমি পড়ছি ০০ = হায় হায় পরিণতিতে]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.