আমাদের কথা খুঁজে নিন

   

বালি'কে লেখা চিঠি (মে, ৪,৫) --- সোনাই

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! (মে, ৪) তুই আমাকে চিঠি লিখিসনি কেন ?????? তোর আজকে খবর আছে!!!!!!!!!!!! প্রিয় বালি, (মে, ৫) তুই কিন্তু খুব ফাঁকি দিচ্ছিস... ৩টা চিঠি পাওনা হলো তোর কাছে!!! এরকম ফাঁকি দিসনে দেখ !! সাত সকালে ঘুম ভেঙ্গে গেল, আর ঘুম আসচ্ছে না... তোকে লিখতে বসলাম। এত কাছে আছিস... তাও তোর কাছে যেতে পারছিনা... কেমন লাগে বলতো... হাতে সামান্য আদর... এত শিহরণ...কল্পনাও করিনি কোন দিন আগে... তোর ঠোটে কি যাদু আছে রে...। আমি আর থাকতে পারছি না, আজই তোর কাছে আসব। কিন্তু ভয়ও হয়... কোন্ দিন না কেও দেখে ফেলে... কালকের ঘটনা ভেবে দেখ... এভাবে যদি কেও দেখে ফেলে ... তোকে আর আমাকে... কি হবে রে???? ধুর এত কিছু ভাবতে চাই না, আমি আর থাকতে পারছি না। দু’দিন ধরে এত কাছে অথচ তোকে একটু ছুতে পর্যন্ত পারছিনা! ভাল লাগে? বল??? এই... আজ কিন্তু তোকে আমি অনেক আদর করব... অনেক...অনেক......অনেক ............ তোর সোনাই  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।