আমাদের কথা খুঁজে নিন

   

রুবাঈয়াত...[পয়লা কোশেষ]

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর। ০১ নিত্য রাতে ঘুম ভেঙ্গে যায় স্বপ্ন দেখার পরে উদাস চোখে দৃষ্টি ঘুরাই কেউ থাকেনা ঘরে দু'চোখ আমার যদিও ঘরে মন থাকে তার পথে মনের ভেতর ভাঙ্গন শুরু কাল বোশেখী ঝড়ে। ০২ মৌন রাতে গৌণ আমার ঘুমের ফরাস খুঁজা জোস্না জলে মনকে ডুবাই দেহের ঘরে রোজা প্রিয়ার তখন চোখ না জুড়ায় আমার প্রতীক্ষাতে ভাবুক আমি রাত ভুলেছি করছি মনের পুজা। ০৩ অন্ধকারে অন্ধ আমি চশমা কেন খুঁজি প্রদীপ আমার নাই প্রয়োজন চাইনা রাতের রুজি অন্ধ চোখে আঁধার থাকুক মনের দোয়ার খুলি রাত্রি জয়ে মনের আলো হোক না আমার পুজি ০৪ রাত এসোনা চাঁদকে ছাড়া আমায় কাছে পেতে চাঁদ এসোনা জোস্না ছাড়া আমার প্রিয়া হতে আমার চোখে রাত্রি নামুক জোস্না বাদল ধারা পুষ্প হাতে থাকব আমি রাত্রি নামার পথে। ০৫ রাতের যদি কান্না থাকে অশ্রু শিশির হবে মনের ভেতর প্রেম জমে যায় কেউ জানেনা কবে আধার হলে ভাবের জোয়ার সাত আসমানে ওঠে নীরব রাতের পাটাতনে প্রেম সচেতন রবে। আমি সচেতনভাবে ব্লগার এ.টি.এম.মোস্তফা কামাল -এর অনুকরণ করেছি... তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।