আমাদের কথা খুঁজে নিন

   

সুবর্ণ সুযোগ: বন্যপ্রাণী ও প্রকৃতি প্রেমীদের নিয়ে সাতছড়ি ন্যাশনাল পার্কে বন ভ্রমণ।

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন মুখপোড়া হনুমান ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ ২০০৩ সাল থেকে বাংলাদেশের বন্যপ্রাণী নিয়ে গবেষণা ও সংরক্ষণে কাজ করে আসছে। এই বছর বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কাজে অবদানের জন্য এই প্রতিষ্ঠানটি জাতীয় পদক (বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন - ২০১১) পায়। বন্যপ্রাণী নিয়ে কাজ করার এই ধারাবাহিকতায় এই বছর ‘ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ’ মানুষকে বন্যপ্রাণী ও প্রকৃতি বিষয়ে আগ্রহী করতে ‘জুলজিক্যাল সোসাইটি অব লন্ডন’ এর সহায়তায় প্রয়াত প্রকৃতি বিষয়ক আলোকচিত্রশিল্পী ও উদ্ভিদ জীনতত্ত্ববিদ ড. নওয়াজেস আহমেদের নাম অনুসারে তৈরি করেছে ‘নওয়াজেস নলেজ সেন্টার’। . এই নলেজ সেন্টারে যে কেউ ফ্রি মেম্বারশিপ গ্রহণ করে বন্যপ্রাণী ও প্রকৃতি সম্পর্কে জানতে পারেন ও বিভিন্ন সুযোগ সুবিধা যেমন প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ক নানান দুর্লভ বই, ওয়াইল্ডলাইফ ডকুমেন্টারি, ইন্টারনেট সুবিধা, অনলাইন জার্নাল, বন্যপ্রাণী নিয়ে কাজ করা, বন ভ্রমণ ইত্যাদি গ্রহণ করতে পারেন। প্রকৃতি সম্পর্কে আগ্রহী করতে এই নলেজ সেন্টারের মেম্বারদেরকে নিয়ে নিয়মিত আয়োজন করা হবে প্রকৃতি ভ্রমণ ।

আমাদের এই মাসের ভ্রমণের জন্য মেম্বারদের ভোটে জায়গা নির্বাচন করা হয়েছে হবিগঞ্জ জেলার ‘সাতছড়ি ন্যাশনাল পার্ক’। . আগামী ভ্রমণ হবে বান্দরবনের ‘চিম্বুক ও নীলগিরি পর্বত’। . এভাবে পর্যায়ক্রমে সারা বাংলাদেশ এমনকি সুন্দরবনও ভ্রমণ করা হবে। এবারের ভ্রমণ: এটা আমাদের প্রথম ভ্রমণ এবং ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ এবার অর্ধেক (৫০%) খরচ স্পন্সর করবে। জায়গা: সাতছড়ি ন্যাশনাল পার্ক তারিখ: ২৯ শে জুলাই শুক্রবার লজ্জাবতী বানর এই ভ্রমণে কি কি থাকবে?? ১) খুব কাছ থেকে বন, বন্যপ্রাণীর বাসস্থান ও প্রকৃতি দেখা ও বন্যপ্রাণী গবেষকের কাছ থেকে বন্যপ্রাণী সম্পর্কে জানার সুবর্ণ সুযোগ।

২) পরিবেশ বান্ধব ভ্রমণ কি তা জানা ও চর্চা করা। ৩) খুব ভোরে পাখি পর্যবেক্ষণ ও বন্যপ্রাণী চলার বিভিন্ন চিহ্ন যেমন পায়ের ছাপ, নখের চিহ্ন, চলার পথ, মল ইত্যাদি পর্যবেক্ষণ। ৪) যারা প্রকৃতি ও বন্যপ্রাণীর ছবি তোলতে আগ্রহীদের কে ছবি তোলার সুযোগ প্রদান ও ধারনা প্রধান। ৫) পাখি ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের কাছ থেকে পাখি ও বন্যপ্রাণী চিনার সুযোগ। ৬) প্রত্যেকের জন্য একটি টি-শার্ট।

রিসাস বানর কারা ও কিভাবে যাওয়া যাবে এই ভ্রমণে? ১) প্রথমে ‘নওয়াজেস নলেজ সেন্টারের’ মেম্বার হতে হবে (মেম্বারশিপ ফ্রি)। ২) প্রত্যেক মেম্বার ৫০০ টাকা দিয়ে নাম এন্ট্রি করতে হবে। ৮ জুলাই ২০১১ শুক্রবার থেকে এন্ট্রি শুরু এবং ১৬ তারিখ পর্যন্ত। ৩) যেহেতু বন্যপ্রাণী বিষয়ক এটা একটা স্বেচ্ছাশ্রমের কাজ তাই এই ভ্রমণের আয়োজনের ব্যাপারে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের কর্মীদের সহায়তা করতে হবে। ছবিঃ সামিউল মোহসানিন ঠিকানা: নওয়াজেস নলেজ সেন্টার বাংলাদেশ বন্যপ্রাণী ট্রাস্ট কসমস সেন্টার (৬ তলা) ৬৯/১ নিউ সার্কুলার রোড, মালিবাগ (মৌচাক মার্কেটের সামনে) ঢাকা ১২১৭।

ফোনঃ ০২৮৩১৫৪৪৭ ইমেইলঃ facebook page http://www.facebook.com/nkcdhaka  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.