আমাদের কথা খুঁজে নিন

   

কাল রাতে আমার বউ মইরা গেলো।আজ হরতাল নতুন বিয়া করমু সেই উপায় নাই।কষ্ট,কিযে কষ্ট!!

বালক জানে না তো কতটা পথ গেলে, ফেরার পথ আর থাকে না কোনো কালে... কাল দুপুর পুর্যন্ত আমার বউ ঠিকঠাক ছিল। কোন অসুবিধাই ছিলনা। আমার সময়ো ভালই কাটছিল। কিন্তু কাল হঠাত কইরাই আমার বউটা মইরা গেল। ফট কইরা মইরা গেল ।

এখন আমি পুরাই একা। বসার টেবিলে একা , বিছানায় একা ,এই একা একা সময় আমার আর কাটেনা। কত স্মৃতি ছিল তার সাথে আমার । কত রাত আমরা একসাথে কাটিয়েছি। তার পরতে পরতে ছিল আমার ছোয়া ।

তার রন্ধ্রে রন্ধ্রে ছিল আমার স্মৃতি। সেই সব স্মৃতি আজ সব অতীত ,আজ সব হারায়া গেছে। তার সাথে শুয়ে শুয়ে বই পড়ার স্মৃতি, এই অলস জিবনে যে দুই একবার দূরে কোখাও ঘুরতে গিয়েছিলাম সেই স্মৃতি সব নিয়ে সে চলে গেল। আমার সপ্ন গুলাও তার ভিতরে ছিল। আমার সঞ্ছিত যা সবতো তার কাছেই ছিল!! আজ আর সে নাই।

মইরা গেছে। নষ্টহয়া গেছে। আহারে আমার হার্ডডিস্ক। ওয়ারেন্টি কার্ড হারায়া গেছে। থাকলে অন্তত শালি পাইতাম।

(কিনতে হত না আরকি)। এখন আমি পুরাই অচল । হরতালের জন্য নতুন একটা কিনতেও যেতে পারছিনা। কি কষ্ট। যার অভ্যাস হয়ে যায় সেকি বউ ছাড়া থাকতে পারে।

স্মৃতি ছাড়া মানুষের আর কি থাকে । আমার বউ সেই স্মৃতিটুকুও নিয়া চইলা গেল। হায় আফসুস । আগে জানলে আরেকটা বিয়া কইরা কিছু স্মৃতি অই জায়গাতেও রাখতাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।