আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহী কবির অপ্রকাশিত কাব্যগ্রন্থ কলকাতায় প্রকাশিত

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি অপ্রকাশিত কাব্যগ্রন্থ আজ বৃহস্পতিবার কলকাতায় প্রকাশিত হয়েছে। ‘নির্ঝর’ শিরোনামের এই কাব্যগ্রন্থে কবির লেখা ২৬টি অপ্রকাশিত কবিতা ঠাঁই পেয়েছে। আজ বিকেলে কলকাতা প্রেসক্লাবে ‘নির্ঝর’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়।

এর মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক বাণী বসু, কবির পুত্রবধূ কল্যাণী কাজী, নাতনি অনিন্দিতা কাজী, নুরুল হক সরকার ও রাবেয়া চৌধুরী। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে কলকাতার দেশ প্রকাশনা সংস্থা। ১৯২৯ সালে কবি কাজী নজরুল ইসলাম এই ২৬টি কবিতা মাত্র ২৫০ টাকায় মহম্মদ কাসেম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন। শর্ত ছিল এই কবিতার বইয়ের স্বত্বাধিকারী হবেন কাসেম। কাসেম মারা যাওয়ার আগে তাঁর আত্মীয় নুরুল হক সরকারকে কবিতাগুলো দিয়ে যান।

তিনিই বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। কবি নিজেই বইটির নাম দিয়েছিলেন। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।