আমাদের কথা খুঁজে নিন

   

বুকের মাঝে চিতা

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে কখনও মনের মাঝে দাউ দাউ জ্বলে ভস্ম চিতার ছাই! যে স্মৃতির সৎকার করেছি আমি, তার লগ্ন আজ মনে নেই! তবুও আজও সে জীবিত হয় ক্ষনে ক্ষনে, আর তাকে পোড়াতে জীবিত হয়ে ওঠে সেই চিতার হুংকার! দাহ হতে হতে বার বার স্মৃতির পুনর্জনম ভস্ম থেকে ভস্মে-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।