আমাদের কথা খুঁজে নিন

   

হরর তাল (টক শো নামক প্যাঁচাল)

সুধী দর্শক মণ্ডলী গ্যান্দার বেলের তেল আয়োজিত মধ্য রাতের আয়োজন মধ্য রাতের কথন অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রন। আজকে আমাদের প্রধান অতিথি এ সময়ের বুদ্ধিজীবী বুদ্ধির খনি এ এম মক্কেল। যদিও আপনারা জানেন তারপরও বলে নিতে হয় আমাদের নিরপেক্ষ টেলিভিশন সর্বদা আপনাদের নিরপেক্ষ অনুষ্ঠান উপহার দেয়। তাই আশা করব আজকেও আমাদের এই অনুষ্ঠান হবে নিরপেক্ষ। উপস্থাপকঃ আপনাকে নিরপেক্ষ টেলিভিশন এর পক্ষ থেকে স্বাগতম।

এ এম মক্কেলঃ ধন্যবাদ। উপস্থাপকঃ প্রথমেই হরতাল সম্পর্কে...। মিঃ মক্কেল আপনি একটি সরকারী টেলিভিশন এ হরতালকে হরর তাল বলেছেন এর কারন যদি আমাদের দর্শকদের বলতেন। এ এম মক্কেলঃ আমি বুঝি না আমার এই কথাটা আবার বলতে হবে কেন? আমিতো সেদিনই বলে দিলাম। আপনি আমার টক শো দেখেননি।

উপস্থাপকঃ আমি দেখেছি। আমার দর্শকরা তো সবাই দেখেনি তাই যদি। এ এম মক্কেলঃ ও! আসলে হরর শব্দটি এসেছে ইংলিশ হরর মুভি থেকে আর তাল বলতে বুঝিয়েছি তাল বেতালের তালকে। এই যে হরতাল হলে যে মানুষের মনে ইংলিশ সিনেমার হরর মুভির মত ভীতি সৃষ্টি হয় সেটাকে হরর তাল বুঝাইছি। উপস্থাপকঃ ষাঁড়, কিন্তু আপনি যে... এ এম মক্কেলঃ আরে থামেন, এই যে আপনারা মানে উপস্থাপকরা বাংলাকে বিকৃত করতে করতে কোন পর্যায়ে নিয়ে গেছেন দেখেন।

শব্দটি ষাঁড় হবেনা হবে সার হবে। (উপস্থাপক মনে মনে, তুই কি ইউরিয়া সার নাকি পটাস সার) উপস্থাপকঃ দুঃখিত মিঃ মক্কেল, বলছিলাম এই হরর তাল বলার পর আপনি একটা বেসরকারি টেলিভিশন এ হরতাল এর পক্ষে যুক্তি দিয়েছিলেন। এ এম মক্কেলঃ দেখুন আমি কথা বলি পাবলিক ডিমান্ড নিয়ে যার সাথে টেলিভিশন এর মালিকের ডিমান্ডও জড়িত থাকে। উপস্থাপকঃ তার মানে আপনি বলতে চাচ্ছেন যখন যে টেলিভিশন এ যান তখন তাদের ইচ্ছা অনুযায়ী কথা বলেন। এ এম মক্কেলঃ আচ্ছা আমার মত এরকম একটা বুদ্ধিজীবী আপনারা ধরে নিয়ে আসলেন কিছু হলেওত আমার পকেটে পরবে তা আমি একটু আপনার কথাটা আমার ভাষায় বলবনা তা কি হয়? উপস্থাপকঃ দর্শক ছোট্ট একটি বিরতি নিচ্ছি।

বিরতির পর আরও কথা নিয়ে ফিরে আচ্ছি। (বিরতি চলছে) এ এম মক্কেলঃ একটু চা নাস্তা হবেনা। উপস্থাপকঃ জি, অবশ্যই। এ এম মক্কেলঃ শোনেন প্রোগ্রাম চলার সময় চায়ের কাঁপটা এখানে রেখ। নাহলে সবাই মনে করবে তোমরা বুঝি কিছু না খাইয়ে প্রোগ্রাম শেষ করছ।

উপস্থাপকঃ ওকে সার। এ এম মক্কেলঃ আর চেকটা তাড়াতাড়ি পাঠায় দিয়ো। (বিরতি শেষ) উপস্থাপকঃ ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আছে জনপ্রিয় টক শো বিদ মিঃ মক্কেল। (এ এম মক্কেল মনে মনে, এই টাইটেল আবার কবে দিল) উপস্থাপকঃ সার আপনাকে বুদ্ধির খনি উপাধি দেয়া হল কিন্তু কেন? এ এম মক্কেলঃ কেন দেওয়া হল সেটা বুঝলেত আপনাকেই এই উপাধি দেওয়া হত।

উপস্থাপকঃ সার আমরা শুনতে পাচ্ছি আপনি আবার দল পরিবর্তন করতে পারেন। এ এম মক্কেলঃ আমি দেখি পাবলিক কি চায়। পাবলিক চাইলে হয়তো দল চ্যাঞ্জ করব। উপস্থাপকঃ কিন্তু ষাঁড়, সরি সার, বুদ্ধিজীবীদের কোন দলকে সাপোর্ট করা কি ঠিক। এ এম মক্কেলঃ তাতো নিশ্চয় ঠিক না, কিন্তু সবাই যেখানে দল করে সেখানে আমি পিছিয়ে থাকি কেমনে? উপস্থাপকঃ সার আমাদের সময় প্রায় শেষ এক কথায় কিছু যদি বলেন।

এ এম মক্কেলঃ আমার মনে হয় একটা নির্দিষ্ট সময়ে মানুষের অবসর নেয়া প্রয়োজন। উপস্থাপকঃ তা সার আপনি কবে অবসর নিচ্ছেন। এ এম মক্কেলঃ আরে আমি নিজের কথা বলিনি, অন্যদের কথা বলছি। উপস্থাপকঃ ধন্যবাদ সার্‌, ধন্যবাদ সকলকে যারা এই টক শোটি উপভোগ করলেন। আমরা আবার ফিরে আসব আগামিকাল একই সময়ে শুধুমাত্র নিরপেক্ষ টেলিভিশন এ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।