আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী ভার্সিটি আবার উত্তাল

বাংলাকে ভালোবাসি ইসলামী ভার্সিটি আবার উত্তাল। ছাত্র লীগ আর ছাত্র দল এর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ছাত্র দল ৪ টা বাস ভাঙচুর করেছে। আজ দুপুর ২ টার কোন গাড়ি ক্যাম্পাস ছেড়ে আসে নাই। ছাত্র- ছাত্রী দের কি কষ্টই না সইতে হল।

কিন্তু আমরা সাধারণ ছাত্র- ছাত্রীরা কি দোষ করলাম যে, আমদের এই কষ্ট পোহাতে হবে। আমদের এটুকুই দোষ যে আমরা সরকারি বিশ্ববিদালয়ে পড়াশুনা করি। আমদের কি কোন Rights নাই ? প্রতিটা নির্বাচনের আজে সব রাজনীতিক দল বলে যে তারা ক্ষমতাই গেলে ছাত্র রাজনীতি তুলে দেবার চেষ্টা করবে। আসলে কি তাই? বরং তারা ক্ষমতাই এসে নতুন করে ছাত্র রাজনীতি শুরু করে। কিন্তু কেউই সাধারণ ছাত্রদের কথা ভাবে না।

দেশের অধিকাংশ বিশ্ববিদালয়ের শিক্ষকেরা তো রাজনীতি নিয়াই বেশি ব্যস্ত থাকে, তাদের ক্লাস নেয়র সময় কম। আর তারা নিজেদের মাঝে চরম প্রতিযোগিতায় লিপ্ত। কে কতো কম ক্লাস নিয়া বেসরকারী বিশ্ববিদ্যালয়ে গিয়ে বেশী টাকাই ক্লাস নিতে পারে। তাছাড়া তাদের র একটি কাজ হল ওপর শিক্ষক এর পিছনে লেগে তার অনিষ্ট করা। এই সব কথার জ্বলন্ত উদাহরণ আমি দিব।

আমি ইসলামী বিশ্ববিদালয়ের এল এল. বি. ২০০৪-০৫ শিক্ষা বর্ষে ভর্তি হই। এখন ২০১১ সাল। আমদের এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগেই বেরিয়ে যাবার কথা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা এখনও এল এল. এম. এর ক্লাস শেষ করতে পারি নাই। কবে পরীক্ষা হবে কে জানে? আমদের ভবিষ্যৎ কি, কেউ তা জানে না।

আমরা নাহয় এল এল. বি. শেষ করেছি, কিন্তু আমদের পরের শিক্ষা বর্ষের ভায়েরা, ওরা তো ৪থ বর্ষেই উঠে নাই। পরি ১৪ মাস হয়টি চলল ওদের ৩য় বর্ষের ফলাফল এখনও প্রকাশ করা হই না। আমরা বিশ্ববিদালয়ের সবচাইতে বয়স্ক ছাত্র। আমদের সাথের অন্যান্য বিষয়ের সবাই এম.এ. শেষ করে অনেক আগেই তাদের পেশা বেছে নিয়াছে। আর অন্যান্য বিশ্ববিদালয়ের আমাদের শিক্ষা বর্ষের এল এল. এম. এর ফল প্রকাশিত হয়েছে প্রায় ৬-৮ মাস আগে।

এতো সবের মাঝে আবার সমস্যা শুরু হয়েছে ছাত্র রাজনীতি। যদি কোন কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয় তবে আমাদের কি হবে???? এই দাইত্ত্ব কি কোন রজনয়তিক দল নিবে??? [রর্র্আমর ব্লগ আইনের ব্লগ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.