আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু ভেঙে পড়ে

আমাদের দেশ আমাদের সম্পদ কবিতা সবকিছু ভেঙে পড়ে আহমেদ ফিরোজ সবকিছু ভেঙে পড়ে; আয়ু-বায়ু-মাটি-ঘর তুমুল যৌবনে পাওয়া অনাবাদী দূর চর, ভেঙে পড়ে শঙ্খচিল--ডানায় বাঁধা শহর এক ফোটা জলস্বর ঘন মেঘের বহর খেলা করে, খেলা করে--ভিতরে বাঁধা নোঙর। ভেঙে পড়ে সবকিছু; বিশ্বাস-ধর্ম শঙ্কর বুকের গভীরে বাসা ভালো সুখ আলোকর, ভেঙে পড়ে অট্টালিকা--ইটেয় গাথা পাঁজর হাওয়া হয়ে খসে পড়ে অনেক দিন-বছর, প্রেম ভেঙে যায় শ্রম-সাধনা স্বপ্ন বাসর। ভেঙে পড়ে ক্রম ভেঙে; বাঁশের মাচাল গড় শিশুবেলা, ছেলেবেলা, রতিবেলা পূর্ণনর, সবকিছু ভেঙে গেলে--ভেঙে পড়েন ঈশ্বর মাটি-ধুলোর কায়ায় ফেরারি পতঙ্গধর; চাঁদবনে চাঁদতোয়া রূপসী চাঁদ আদর অমাবস্যা ডুবে গেলে--পূর্ণিমায় ভরা ডর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।