আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বন্ধুর পাশে দাড়াই। মানবতার পাশে দাড়াই।

ব্লগে অনিয়মিত। আসুন মানবতার পাশে দাড়াই। জাপানে হয়ে গেল সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ও ফলাফল স্বরুপ তারচেয়েও ভয়াবহ সুনামী। চরম মানবিক বিপর্যয়ের কবলে এখন জাপান। ফুকুশিমার পারমানবিক দূর্ঘটনা তা একেবারে বিপর্যয়ের শেষ সীমানায় এনে দাড় করিয়েছে।

নদী বিধৌত পৃথীবির বহত্তম ব-দ্বীপ আমাদের দেশেও প্রায়ই হয়ে থাকে নানারকম প্রাকৃতিক বিপর্যয়। ঘূর্নিঝড়, বন্য জ্বলোচ্ছাসের মত প্রাকৃতিক দূর্যোগের সময় আমরা জাপানকে সবসময় কাছে পেয়েছি। তারা আমাদের দেশে শুধু খাদ্য সাহায্যই দেয়নি, তাৎক্ষনিক অবকাঠামো নির্মান করেছে, ঔষধ, মেডিক্যাল টিম পাঠিয়ে দূর্গত এলাকায় স্বাস্হ্যসমস্যা নিরসনে সাহায্য করছে। জাপান আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও। আমাদের দেশের সবচেয়ে বড় বড় অবকাঠামো নির্মানে জাপানী সহযোগীতা উল্লেখযোগ্য।

জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ ব্রীজ, হাসপাতাল আরো অনেক অনেক বড় বড় নির্মান জাপানের অর্থ ও টেকনিক্যাল সাহায্য ছাড়া সম্ভব হতো না। বাংলাদেশের অকৃত্তিম বন্ধু এই জাপানের আজ বড়ই দূ:সময়। সময় এসেছে আমাদেরকে আমাদের বন্ধুত্ব প্রমান করার। যদিও তাদের অর্থনীতি অনেক মজবুত, তারপরেও আমাদের সামন্য সাহায্য তাদেরকে এই বিপদ মোকাবিলায় অনেক অনেক সাহায্য করবে। পররাষ্ট্র মন্ত্রনালয় ও এসেসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ(এমটব) এর উদ্দোগে আমরা খুব সহজেই আমাদের সীমিত সামর্থ্যের মাধ্যমে জাপানের জন্য গঠিত তহবিল ফান্ডে টাকা জমা দিতে পারি।

আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা জাপানকে এই বিপর্যয় কাটিয়ে উঠতে অবশ্যই সাহায্য করবে। আমরা যারা বাংলাদেশে থাকি, তারা মোবাইলের একটি এস এম এস এর মাধ্যমে জাপানকে আমাদের অর্থ সাহায্য প্রেরন করতে পারি। এজন্য আপনাকে আপনার মোবাইলের ম্যসেজ অপশনে গিয়ে J টাইপ করে 1204 নাম্বারে পাঠিয়ে দিন। প্রতিটি সফল এস এম এস পর আপনার মোবাইল থেকে ১০ টাকা জাপানের জন্য গঠিত তহবিল ফান্ডে জমা হবে। আপনি ইচ্ছা করলে যতখুশি এস এম এস পাঠিয়ে আপনার সাহায্যের পরিমান বাড়াতে পারেন।

নিচের ছবিটা ফলো করুন। ২১ শে জুলাই পর্যন্ত আপনি এভাবে অর্থসাহায্য পাঠাতে পারবেন। আমরা কি পারি না আমাদের এই বন্ধুদেশের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সূত্র: প্রথম আলো(পেজ-৯) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।