আমাদের কথা খুঁজে নিন

   

রোদ-বৃষ্টির শুকনো রাত

আমাদের দেশ আমাদের সম্পদ কবিতা রোদ-বৃষ্টির শুকনো রাত আহমেদ ফিরোজ বহুদূর রাত এলো দিন ভালোবেসে, আলোরূপ খুলে আকাশের পাশ ঘেষে খসে পড়ল একলা ধ্রুবতারা দূরচোখ চেনা যায়--যায় না আঁধারে পাখির পালক পাতা ঝরা কালে জল পড়ে শব্দময় ঋতু আয়নায়; অচেনা তারার ফাঁকে ডাকে চাঁদ দূরদেখা নীল রঙে ওখানে রোদের কাচা স্বর মানুষের চোখে নৃত্যবল রাতভর পাহারায় হাঁটে কাক মানুষের ভঙ্গিমায় পুরনো মুখ যায় না চেনা বাতাসে রঙের তীব্র গন্ধ নাক গলে যায় আঁধারের পারে--শুকনো মাটির ঘ্রাণে আকাক্সিক্ষত শীতের সকাল বিকালের রোদ ঘামে তাপে পুকুরে জলে নবমী ক্রীড়া ভেজা নতুন বৌয়ের শাড়ি বহুপথ একা হয়, একা মালার অধিক কথামালা; বৃষ্টি ভালোবেসে ছিল রাত, চাঁদ-তারায় খচিত মুখ স্তনচূড়া কেঁপে ওঠে দূরে পুরুষ প্রদীপে অন্ধ চোখ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.