আমাদের কথা খুঁজে নিন

   

কপি পেস্টে সুবিধার জন্য 'টেরা কপি'

টেক বিশ্ব ডেস্ক কাজ করতে গিয়ে আমরা অনেক সময় ফোল্ডার কপি করে স্থানান্তর করি। এ ক্ষেত্রে অনেক সময় কপি বন্ধ হয়ে যায়। বড় ধরনের ফাইল কপি পেস্টের সময় অর্ধেক কপি হওয়া ফাইলটি কখনো কখনো করাপ্ট করে। এমন সমস্যা সমাধানের কার্যকর সফটওয়্যার 'টেরা কপি'। কোনো ফাইল কপি ও মুভের সর্বোচ্চ গতি ও কার্যকর নানা সুবিধা রয়েছে টেরা কপিতে।

ফাইল কপি হওয়ার যেকোনো মুহূর্তে এক ক্লিকে এটি সাময়িকভাবে বন্ধ ও পুনরায় চালু করা যায়। সফটওয়্যারটির বিশেষ সুবিধা হলো, এটি কোনো ফাইল পড়তে না পারলে একাধিকবার চেষ্টা করে এবং অবশেষে না পারলে শুধু এরর ফাইলটি কপি হওয়া বন্ধ করে, পুরো ফাইল নয়। এর কপি ফাইল লিস্টের মাধ্যমে সহজেই কোন ফাইল কতটুকু কপি হয়েছে দেখা যায়। এ ছাড়া কপি হওয়ার সময় ওই ফাইলগুলো নিয়েও কাজ করা সম্ভব, যেটা সাধারণভাবে সম্ভব নয়। রয়েছে নির্দিষ্ট একটি ফাইল বাদ দেওয়ার ব্যবস্থাও।

সফটওয়্যারটি http://www.codesector.com/teracopy.php থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। আরো বেশি সুবিধা পেতে হলে এর 'প্রো' সংস্করণটি কিনতে হবে। ডাউনলোডের পর টেরাকপি সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করতে হবে। এরপর কপি পেস্টের সময় উইন্ডোজ ডিফল্ট কপি পেস্ট সিস্টেম ব্যবহার করবে না, টেরা কপির মাধ্যমে কপি পেস্টের কাজ হবে। অনলাইনে 'প্রো' কেনা যাবে http://www.codesector.com/teracopy.php ঠিকানা থেকেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।