আমাদের কথা খুঁজে নিন

   

কিছু না বলা কথা...আগত প্রজন্মের অবুঝ চোখে সুন্দরী মেয়ে আর মদ্য মাদকতার মাঝেও এক অসহ্য, অধৈর্য তাড়না কাজ করে। ষে আর কিছু নয়। মুক্তির।

পারলে নিজেকে ইকারাকাস বানিয়ে ... অনেকেই বলছে কবে আসবে বিপ্লব? আর কত রক্ত ঝরবে? এ শেকল ভাঙ্গবে কবে? ভাই, আমরা ১৬ কোটি বাংলাদেশি আজ আর শরীরে হাড়-হাভাতে নই, মনের দিক থেকে,সচেতনতার ভূমিতে এখনো আমরা হাড়-হাভাতে। সামান্য কিছু স্বার্থবাদী, লোভী আর নীচ প্রজাতির মানুষের রাজনীতি আমাদের দেশটাকে খুবলে খাচ্ছে যেন এ একটা মুফতে পাওয়া বিশাল খাদ্যভান্ডার আর তারা পড়ে আছে দুর্ভিক্ষে। আমরা বিপ্লবের স্বপ্ন দেখছি এদের চেয়েও অনেক কম মানুষের দল। এখন এদেরকে ছাড়িয়ে দেশের সর্বত্র এখনো ছড়িয়ে পরতে পারিনি। তাহলে কেমন করে বিপ্লব ঘটানো সম্ভব? হয়তো এক্ষুনি তা সম্ভব নয়।

কিন্তু খুব বেশি দিন নেই আর। বিপ্লব আসবেই গনবিস্ফরনের আকারে। সিডরের মত ভয়াল রুপ আর অদম্য গতিতে, যেদিন জেলে-বেদে,কামার-কুমার,মেথর-মুচি,ডাক্তার-উকিল,চোর-পুলিশ-ডাকাত,ব্যবসায়ী-চাকুরীজীবী,টোকাই-ভবঘুরে,নারী-পুরুষ নির্বিশেষে সকলে নিজেদের অধিকারের জন্য সোচ্চার হয়ে উঠবে,নিজেদের উত্তরাধিকারদের জন্য সুকান্তের মত সচেতন হয়ে উঠবে। এ সব পড়ে হয়তো মনে হবে এ অনেক দীর্ঘ পথের যাত্রা, ফলাফল বহুদূর। কিন্তু আমি দেখেছি মানুষের মদ্ধে এখন নিজেদের প্রয়জন আর বাস্তবতা প্রায় উকি দিয়ে যায়, ডাক দিয়ে যায়, চিহ্ন রেখে যায় ভোগান্তি আর অনিশ্চিত ভবিষ্যতের।

আমি জানি এ ধামা চাপা আগুন আর বেশিদিন আড়ালে থাকবে না। আগত প্রজন্মের অবুঝ চোখে সুন্দরী মেয়ে আর মদ্য মাদকতার মাঝেও এক অসহ্য, অধৈর্য তাড়না কাজ করে। ষে আর কিছু নয়। মুক্তির। মানবতার মুক্তির।

যে পৃথিবীর আকাশে বিপ্লব মেঘের মতই উড়ে বেড়ায় হটাত ভুমির আহবানে বৃষ্টির জলধারায় সুফলা সবুজ শ্যামল একটা বাংলা উপহার দিতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।