আমাদের কথা খুঁজে নিন

   

.....তুমি না খেললে আমিও খেলব না....

ব্লগ পড়তে দারুন ভালো লাগে..কিন্তু লিখতে পারিনা সারাদেশে লাগাতার হরতাল উৎসব শুরু হয়ে গেছে। এক একটি রাজনৈতিক দল তাদের নিজেদের মত করে কর্মসূচী ঘোষনা করছে। সরকারী দল শুধু বলে যাচ্ছে আলোচনায় আসনু, বিরোধী দল কী আদৌ আলোচনায় আসবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনবহাল ছাড়া? রাজনৈতিক দলগুলোর সব চাওয়া পাওয়া মামার বাড়ির আব্দারে পরিণত হয়েছে। .....তুমি না খেললে আমিও খেলব না....এরকম রাজনৈতিক সংস্কৃতি তৈরী হয়ে গেছে। সাধারন জনগন রাজনৈতিক দল গুলোর কাছে ইতর শ্রেনীর প্রানী ছাড়া আর কিছুই না রাস্ট্রীয় কর্মকান্ডে আমাদের নীরবতা , আমাদের উদাসিনতাই , সরকারি আর বিরোধী দলকে আরো বেশী করে সুযোগ করে দিচ্ছে , আমাদের নিয়ে তারা ইচ্ছামত খেলে - আমাদের যেভাবে ইচ্ছা সেভাবেই শোষন করে - অত্যাচার করে ...আমরা সবাই এক একটা আজব চিজ..!!! হ্যা....আমরা সব সমীকরণ-ই বুঝি...কিন্তু সাধারন মানুষের কষ্ট বুঝিনা...গ্রামে বেড়াতে গেলে এখনও খেটে খাওয়া মানুষরা জিজ্ঞেস করে-"ভাই, ডিজিটাল বাংলাদেশ হইলে কি চাউলের দাম কমব, হরতাল হইলে কি আমাদের কোন সুবিধা হইব?" এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে ভাবছি, আমিতো রাজনীতিবিদ নই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।