আমাদের কথা খুঁজে নিন

   

সময় এখুনি তরুণ তোমার...

মুড়ির চে বাঙ্গালী অনেক সস্তা, দেশটাও। তরুণেরা ঐ হাঁকিছে আওয়াজ,মাতৃ-রক্ষা-পণে জানের ভয়ে আজ দিবে কি তারা ভঙ্গ মুক্তি-রণে ? যত মীরজাফর, বেনিয়ার দল, ঘাতক নিজ মাতার, মাতৃ-সম্পদ লুটিতেছে সদা, করিতেছে সব পাচার। ভারতে গেল, গেল মালয়ে, শুধু শুণ্যতা হাহাকার, পুঞ্জিত ক্ষোভ গড়িবে আজি প্রতিরোধ দুর্নিবার। রাজনীতি? চাও কি মোদের ফেলিতে ধুম্রজালে ? বুঝিয়াছে জাতি, যা কিছু ছিল তোমাদের আড়ালে। সেবার নামে লুটতরাজ? পরদেশী বেনিয়ার দালালি ? আঠার কোটির সম্পদ বেঁচার অধিকার কই পেলি ? বন্দুক-বুলেটের ভয় দেখাবি ? দিবো মোরা বুক পেতে, অরুণ আমি দিব প্রাণ, যত খুন আছে শিরায়-ধমনীতে। গ্যাস যাবে না, গেলে যাবে আঠার কোটি জনতার রক্ত, আজি সবে এসে দাঁড়াবে এক হয়ে, প্রতিরোধ শক্ত। যত ক্ষণ রইবে এ বাঙ্গালীর দেহে লোহিত খুন প্রবাহিত যত শোষক, বেনিয়ার জুলুম, হইবে অবশ্য প্রতিহত। সময় এখুনি তরুণ তোমার, মাতৃপ্রেমের রেখে দাও স্বাক্ষর, চুরমার কর যড়যন্ত্র যত, যত জুলুমের ভিত কঠোর। লক্ষ-কোটি তরুণে পুর্ণ হইবে আজ শত-সহস্র ময়দান, দিয়ে যাবে অনল-স্লোগান, গাইবে মাতৃরক্ষার জয়গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।