আমাদের কথা খুঁজে নিন

   

৭ মহাদেশের ৭ সর্বোচ্চ শৃঙ্গ জয়ের ঘোষণা নাজরীনের

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ৪০তম বছরকে উপলক্ষ করে সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি পর্বতশৃঙ্গে ওঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের মেয়ে ওয়াসফিয়া নাজরীন। এ উপলক্ষে আজ রবিবার সকাল ৬টায় তাঁর ইউরোপ মহাদেশের জর্জিয়ার মাউন্ট আলব্র্যাসের উদ্দেশে রওনা হওয়ার কথা। সেখানে পেঁৗছে তিনি বাংলাদেশের পতাকা ওড়াবেন। গতকাল শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানে এ কথা জানান ওয়াসফিয়া নাজরীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক উল ইসলাম, গণমাধ্যম ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের ও চাকমা সার্কেলের প্রধান ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। তাঁর পর্বত আরোহণ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও রেনেটা কম্পানি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ওয়াসফিয়া বলেন, ‘আমি আগামীকাল ৩ জুলাই (আজ) মাউন্ট আলব্র্যাসে আরোহণের উদ্দেশ্যে যাত্রা করব। প্রতিটি পর্বতশীর্ষে আরোহণের নির্দিষ্ট কিছু সময় রয়েছে। তার পরও আগামী এক বছরের মধ্যে সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণের চেষ্টা থাকবে আমার।

অনেক বড় একটা প্রতিজ্ঞা করেছি বিশ্বের দরবারে দেশকে তুলে ধরার। আমাদের একাত্তরকে এই প্রজন্মের বাঁচিয়ে রাখা উচিত। আমার এ যাত্রা এরই অংশ। ’ নাজরীন জানান, মাউন্ট আলব্র্যাসের পর আফ্রিকার কিলিমানজারো, দক্ষিণ আমেরিকার একাঙ্গাগুয়া, অ্যান্টার্কটিকা মহাদেশের ভিনসনমাসিস, এশিয়া মহাদেশের মাউন্ট এভারেস্ট, উত্তর আমেরিকার মাউন্ট ম্যাককিনলে, ওশেনিয়া মহাদেশের পানকাটজায়া পর্বতশৃঙ্গ আরোহণ করবেন তিনি। বিস্তারিত এখানে দেখুন সূত্রঃ সুখবর  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।