আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের এড মেকাররা কি আজকাল গাঞ্জা খাইয়া এড বানাইতেছে নাকি? বাংলা সিনেমার আইটেম গান ও ফেইল এই এডে।

ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! বাংলালিঙ্ক তো কয়দিন পরে তাদের এড নিয়ে মিউজিক ভিডিও ও বানাইতে পার্বো। যেই হারে তাদের এডে নাচাগানা দেখানো হয়।কিন্তু আজকে এক এড দেখলাম।নায়িকা কেয়ার! ওরে বাবা।এরকম ড্রেসআপের এডঃ ওটিভিতে দেখায় নাকি আজকাল? সুরেশ খাটি সরিষার তেলের ভাল্গারে পরিপূর্ন এক এড। সেন্সর বোর্ড শুধু সিনেমাতে না।নাটক এডেও আজ এর প্রয়োজন হইয়া গেছে। ইমার্জেন্সি। জনগনের বুঝার সুবিধার্থে এডখানাও দেওয়া হইল। আমার দেওয়ার কোন ইচ্ছা আছিলনা এখন আপনেরাই বলেন এরকম মেকারদের কি করা উচিৎ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।