আমাদের কথা খুঁজে নিন

   

দিনের মধ্যে যে জিনিষ গুলোর কারণে সবচেয়ে বেশি বিরক্ত হই।

!!! ঘড়ির অ্যালার্মে যখন দুনিয়ার বিরক্তি নিয়ে উঠি ঘুম থেকে এবং দেখি যে আজও দেরি হয়ে গেছে !! টয়লেট এ যখন গিয়ে দেখি এই অবস্থা ! কেমন লাগে বলেন? গত সপ্তাহ থেকে প্রতিদিন আনছি গতকাল ও কিভাবে ভুলে গেলাম ওখানেই যদি শেষ হতো! নাহ! কি বিস্কুট আনলাম ডুকেই না গ্লাসে !! তারাতারি খাচ্ছি হঠাৎ চোখ গেল রুমের কোনার ওয়ালে !!!!! লাফদিয়ে দৌড়ে ভাগতে চাইলাম নাহ বিধাতা আজ এত সহজে ছাড়বে মনে হয় না যাইহোক এতকিছুর পর ১৩ মিনিট দেরীতে গেলাম অফিসে! যেইনা প্রথম ফাইলটা খুলে বন্ধ করতে যাব দেখি আর বন্ধ হয় না কিন্তূ এখানেই শেষ নয়। আরও আছে! বেশ কিছুক্ষন পর হঠাৎ মনে হচ্ছিলো গত এক সপ্তাহ কিছু পেটে যায় নাই সেখানেও বিপত্তি ! এ আরেক মহা শয়তান। yogurt যখন খাওয়া শেষ পর্যায় প্রায় চামুচটা যে পাশে ঠিক সে পাশেই কাত হয়ে পড়ে এ আরেক মধুর যন্ত্রণা! মনে হয় কম বেশি সবাই এর ভুক্তভোগী আমার বাসারটা দেখাতে পারলে মনে হয় বুঝতেন কি বিরক্তিকর !! ইউটিউবের ফাতরামিতে আমার জীবন ফালাফালা !! টেকি ভাইরা বাঁচান। এই অবস্থায় সবাই যখন মাথার চুল ছিঁড়ে আমি ছিঁড়ি নিজের আঙ্গুল!! কিন্তূ সেখানেও  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।