আমাদের কথা খুঁজে নিন

   

ফের জন্ম হলে তা যেন হয় বরিশালে

Only I know what is my goal, My heart is my temple. কাজী সায়েমুজ্জামান উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পুরো বাংলাদেশ এ কদিনের চাকুরী জীবনেই সব ঘুরে দেখা হলো শেষ। দেখেছি পাহাড়, ঝরনার ধারা, কোন দুর্গ প্রাচীন নগরীর সবুজের বুক চিড়ে সড়কের পথ চলা, সাগর-নদীর তীর। ঐতিহ্য, খাবার, আচার, ব্যবহার, সুখহীন মনের সন্তাপ কোথাও দেখেছি এত গরম আর কোথাও জলের অভাব। সকল পরিসরে বরিশাল জেলাকেই মানতে হয়েছে সেরা প্রকৃতির দানে এত স্বাদ এখানে এত অফুরান জলে ঘেরা! এখানে নদীর জল দুকুল ছাপিয়ে জীবন করে দেয় রঙ্গিন প্রকৃতির এ কবিতায়-গল্পে-ছন্দে মনিষীদের জন্ম প্রতিদিন। 'বাংলার ভেনিস' 'শস্য ভান্ডার' 'মানুষ প্রত্যেকে জমিদার' মহাপুরুষদের দেয়া এত উপাধি রাজটিকা হয়ে আছে যার। সেই গর্বের দানে সিক্ত আমি আবদ্ধ হয়ে গেছি ঋণজালে খোদা, আমার আবারো জন্ম হলে তা যেন হয় বরিশালে। চুয়াডাঙ্গা, ০২-০৭-২০১১

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।