আমাদের কথা খুঁজে নিন

   

টোনা টুনি (২য় পর্ব )

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... চারটি ডিম পাড়লো টুনি বড় যতন করে আঠারো দিন টোনা টুনি দিলো তা ডিমে, ফুটলো ছানা সব শেষেতে এলো খুশির দিন ছানা দেখে টোনা টুনি নাচে ধিন ধিন। ছানা চারটি হা করে কিচির মিচির করে টোনা টুনি খাবার আনতে যাচ্ছে উড়ে উড়ে। ধীরে ধীরে ছানা চারটি হলো অনেক বড় উড়াল শিখে ছানা গুলি দূরে চলে গেলো, টোনা টুনি মনের দুখে বনে বনে ঘুরে নতুন করে দুঃখ ভুলে নতুন বাসা গড়ে। ছড়াটির সচিত্র উপস্থাপন নিচে দেয়া হলো...................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।