আমাদের কথা খুঁজে নিন

   

আইডিএম এর সর্বশেষ ভার্সন IDM v6.06 Build 8 - ফুল ভার্সন!!! (গরম গরম ডাউনলোড লিঙ্ক)

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। আইডিএম-এর লেটেস্ট ভার্সন IDM 6.06 এর স্ট্যাবল ভার্সন রিলিজ পেয়েছে গতসপ্তাহে । বেশকিছু বাগ ফিক্সিং এর কারনে আগের ভার্সগুলোর চাইতে ব্রাউজার ইন্টিগ্রেশনে নতুন এই ভার্সনটি আরও বেশী ফাস্ট ও স্ট্যাবল।

আর ফায়ারফক্স এর লেটেস্ট ভার্সন Firefox 5-এর সাথে ইন্টিগ্রেশন সুবিধা যোগ করা হয়েছে। *** ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ আর ম্যালওয়্যারবাইটস তো আছেই, সাথে কী'লগার ধরার জন্য জন্য Zemana Antilogger 1.9.2.510 ব্যবহার করি। তারপরও মনে খুঁতখুঁতায়, তাই virustotal সাইটে গিয়ে এই সেটাপ ফাইলটা আপলোড করে ২৪টা অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে শিওর হয়েছি ফাইলটা ক্লিন। ২৪টি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করা ভাইরাস টোটালের রিপোর্ট । ডাউনলোড লিঙ্ক সাইজঃ ৪ মেগাবাইট ইন্সটল করার নিয়মঃ আপনার পিসিতে যদি আগে থেকে আইডিএম এর রেজিস্টার্ড ভার্সন ইন্সটল করা থাকে তাহলে আনইন্সটল করার দরকার নেই।

সেটাপ ফাইলটা ইন্সটল করলেই নতুন ভার্সনে আপগ্রেড হয়ে যাবে আর আইডিএম ইন্সটল্ড না থাকলে এই সেটাপ ফাইলটা ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর রেজিস্ট্রেশনে গিয়ে আপনার নাম আর সিরিয়াল নাম্বার বক্সে DBNJC-D4R59-YPAGA-T3S1Q দিয়ে রেজিস্টার করে নিন। ব্যাস, খেল খতম, আইডিএম হজম! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।