আমাদের কথা খুঁজে নিন

   

যদি এই অনুভুতিটাকেই ভালবাসা বলে তবে হ্যা, আমি রীধিকে ভালবাসি!!!অনেকে বেশী ভালবাসি!!!

জীবনেরটানে স্বপ্নেরখোজে, খুজে ফেরা নিজের প্রান, তবু আমি ছুটে চলি, স্পাইসিস্পাই001 স্টেশন থেকে বেরিয়ে বুঝতে পারলাম যতটা ভেবেছিলাম বেলা ততটা হয়নি....সন্ধ্যা হতে এখনও অনেকটা দেরি আছে....রীধি নিজেই একটা রিকশা ঠিক করলো, আমার কাছে এলাকাটা অপরিচিত হলেও ওর কাছে বেশ পরিচিত...বাড়ি যাওয়ার জন্য যে ওর আর তর সইছে না সেটা বুঝতে পারলাম, বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি আসলে সব মেয়েরই এমনটা হয় মনে হয়...রীধি রিকশায় উঠে আমার দিকে চেয়ে রইলো কিচ্ছু বলছে না...আমার খুব কষ্ট হচ্ছে যে, আমার বউ সে, অথচ আমাকে দেখে খুব ভয় পায়...ভয় পাওয়াটাই যে স্বাভাবিক বিয়ের প্রথম রাতেই আমি ওর সাথে যে ব্যবহার টা করেছি তার জন্য তো আমি নিজেই লজ্জিত... হাতের ব্যাগটা রিকশায় রেখে উঠে বসলাম ... রিকশা চলার সাথে সাথেই একটা হালকা বাতাস পরিবেশটা কে শীতল করে দিল...বুঝতে পারলাম রীধি আমাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু সংকোচ বোধ করছে... ~কিছু বলবে রীধি ... বিয়ের পর এই প্রথম আমি ওর নাম ধরে ডাকলাম... --রীধি একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ভীত স্বরে বলল, জ্বী বলছিলাম কি, এই প্রথম বাসায় যাচ্ছি কিছু মিষ্টি কিনে নিয়ে গেলে ভাল হত না ... ~হে অবশ্যই, মিষ্টি তো নিতেই হবে... কোন দিকে মিষ্টির দোকান... --রীধি রিকশাওয়ালাকে মিষ্টিপট্টি হয়ে যেতে বলল... রীধির ভীতস্বরটা কি যে ভাল লাগে আমার বলে বোঝাতে পারব না ... না আমার আগেই বোঝা উচিত ছিলো, মা আমার জন্য যে মেয়েকে পছন্দ করেছে সে আমার রুচির বাইরে হতে পারে না ... আর মনে মনে রীধির কাছে ক্ষমা চেয়ে নিলাম, আমাকে ক্ষমা করে দাও রীধি, বিয়ের প্রথম রাতেই তোমার সাথে এইরকম বাজে ব্যবহার আমি মন থেকে করি নি ... করেছি মা আর দুষ্টুর উপর রাগ করে.... তুমি একবার আমার হয়ে ভাবো, বিয়ের দশ মিনিট আগে যদি কেও জানে তার বিয়ে তবে তার রাগ উঠাটা কি স্বাভাবিক না….. রিকশা মিষ্টিপট্টিতে এসে থামতেই নামলাম, রীধিও নামলো ... ওকে বললাম ওর পছন্দ মত মিষ্টি নেয়ার জন্য ... ও বেশ আগ্রহের সাথে কয়েক ধরনের মিষ্টি প্যাকেট করতে বলল দোকানদারকে, দেখেই বুঝতে পারলাম ও সবার পছন্দের কথা মাথায় রেখেই মিষ্টি নিচ্ছে ...মিষ্টি নেওয়া শেষে ওকে বললাম আর কিছু নিতে হবে কি না ... আমার আগ্রহ দেখে খানিকটা অবাক হয়ে মাথা নেড়ে ইশারা করলো যে লাগবে না ... ওর অনীহা সত্ত্বেও পাশের দোকান থেকে কিছু ফলমূল কিনে নিলাম ... কেনাকাটা শেষ করে রিকশায় উঠতে উঠতে সন্ধ্যা পার হয়ে গেলো ... বাতাসটা আগের চেয়ে খানিকটা বেড়ে গেছে.... বাতাসে ওর উড়ন্ত চুলগুলো আমাকে বার বার স্পর্শ করছে কি যে ভাল লাগছে কি করে বোঝাই... হঠাৎ রীধি খুব আস্তে আস্তে আমাকে বলল, প্লীজ আমার মা-বাবার সাথে একটু ভাল ব্যবহার করবেন, উনারা যেন কিছু বুঝতে না পারে যে আপনি আমাকে বউ হিসেবে মেনে নিতে পারেন নি, তা-নাহলে খুব কষ্ট পাবে, আমি যে উনাদের একমাএ আদরের মেয়ে.... মনটা খারাপ হয়ে গেলো , খুব কষ্ট পেলাম ওর কথা শুনে ... আর মনে মনে বললাম, আরে আমি কি এতটা খারাপ নাকি, আমি কি জানি না কোথায় কেমন ব্যবহার করতে হয় ... রিকশা বাসার সামনে আসতেই বাসাটা পরিচিত লাগলো... সেই বিয়ের দিন এসেছিলাম আর আজ আসলাম ... কেমন যেন একটু সংকোচ লাগছে নামতে... রীধি ঠিক বুঝতে পারলো আমি অস্বস্তি বোধ করছি বাসায় ঢুকতে ... ও আমার কাছে এসে মৃদু হেসে বলল, প্লীজ আসুন , আমি আছি তো নাকি??? সত্যি নিজেকে ভীষণ একা লাগছিল, কিন্তু এই প্রথম ওর হাসি মুখটা দেখে সব কষ্ট যেন উবে গেল .... ওর হাসিটা যে এত সুন্দর হতে পারে আমার ধারণাতেই ছিল না ..... ওর বাসায় ঢুকে সবার সাথে কুশল বিনিময় করতে করতেই অনেকটা সময় পার হয়ে গেলো ... আর রীধির কথা কি বলবো সবাইকে কাছে পেয়ে ও যে কি খুশি তা কোনো ভাষা দিয়েই প্রকাশ করা যাবে না .... রীধি যে এত হাসিখুশি একটা মেয়ে বুঝতে পেরেছিলাম না, ওর হাসিমুখটা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি.... রাতের খাবার শেষে ওর রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম সব কিছু এত গোছানো না দেখলে বোঝা যাবে না ... উপন্যাস আর রবীন্দ্র সংগীতের প্রতি ও যে কতটা দুর্বল তা ওর কালেকশন দেখেই বোঝা যা্য ... রুমে একটা হারমোনিয়াম দেখে খুব আগ্রহ হলো জানার রীধি গান গাইতে জানে কিনা .. ইস ও যদি গান জানে তাহলে আমার চেয়ে বেশি খুশী আর কে হবে ... সকালে ঘুম ভাংলো একটা মিষ্টি গান শুনে ... রীধির কন্ঠ মনে হওয়াতেই দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়লাম ....গানটা রীধি গাইছে কিনা নিশ্চিত হওয়ার জন্য বারান্দায় গিয়ে মুগ্ধ হয়ে গেলাম ... বাড়ির সামনের উঠানে ঠিক বাগানটার পাশে, মাদুর পেতে, হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে রীধি ... পাশে ওর বাবা চোখ বন্ধ করে অতি মনোযোগ দিয়ে গান শুনছেন ... দেখে মনে হচ্ছে না জানি কতদিন পর মেয়ের গান শুনছেন.... এত মিষ্টি সুরে গানটা গাইছে ও যেন প্রভাতের মৃদু হাওয়াটাও মুগ্ধ হয়ে সেটা বয়ে বেড়াচ্ছে .... ~~~~~ আমার এই পথ চলাতেই আনন্দ~~~~~ ~~~~~ ***খেলে যা্য রৌদ্র ছায়া*** ~~~~~ ~~~~~ **** বর্ষা আসে বসন্ত ****~~~~~ ~~~~~আমার এই পথ চলাতেই আনন্দ~~~~~ ওর গানটা আমার হৃদয়ে স্পর্শ করছে .. বার বার স্পর্শ করছে...মনে মনে মাকে ধন্যবাদ দিতে লাগলাম রীধির মত একটা দামী উপহার আমাকে দেবার জন্য... আজ বিকেলের ট্রেনে রীধিকে রেখেই চলে যেতে হবে ভেবে খুব কষ্ট লাগছে...কথা ছিলো দুজনে একসাথেই চলে আসবো কিন্তু ও এমন ভাবে আমাকে বলল যে কিছুদিন থাকবে এখানে, আমি আর না করতে পারলাম না... চারটা বাজতেই ট্রেন ছেড়ে দিলো.... নিজেকে খুব একা লাগছে বার বার শুধু রীধির কথা মনে পড়ছে.... বিদায় বেলা ও যখন আমার পা ছুয়ে ছালাম করলো তখন আমার কি করা উচিত বুঝে উঠতে না পেরে শুধু ওর দিকে চেয়েই রইলাম , বুঝলাম আমাকে বিদায় জানাতে ওর খুব কষ্ট হচ্ছে... ওর প্রতি এক অজানা মায়া আমার হৃদয়কে বার বার কাপিয়ে তুলছে... জানি না এই অজানা মায়াটাকেই ভালবাসা বলে কি না .... যদি এই অনুভুতিটাকেই ভালবাসা বলে তবে হ্যা, আমি রীধিকে ভালবাসি ... অনেকে বেশী ভালবাসি.... ১ম পর্ব ২য় পর্ব উৎসর্গ : সকল ব্লগার (মূলত যারা উপন্যাস আর রবীন্দ্রসংগীত ভালবাসেন) [ গল্পের সব চরিত্র কাল্পনিক  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।