আমাদের কথা খুঁজে নিন

   

ইউ এস এ তে সিভিল ইঞ্জিঃনিয়ারিং

গত কয়েকদিন ধরে খুব মাথায় ঢুকেছে মাস্টার্স করব ইউ এস তে। এবং সুযোগ পেলে পি এইচ ডি। কথা মত কাজ। আসলে সময় পেয়েছি তাই খই ভাজছি আর কি। সেমিসটার ব্রেক চলছে।

সারাদিন বাসায় বসে থাকি। এই ব্লগটার কথা আজকে হঠাৎ মনে পড়ল, যখন ছুটি শেষের পথে। আর একটু আগে মনে পড়লে তো অনেক কিছুই লেখা যেত। আমার আবার খালি হিজিবিজি জিনিস হঠাৎ হঠাৎ মনেহয়। আমার জন্য আসলে একটা এমন ডিভাইস দরকার ছিল যেটা বুক পকেটে অথবা পোষাকের কোথাও রাখা যায়।

যখনই যা মনে আসে সাথে সাথে সেটা মনের সাথে ধরলেই টাইপ হয়ে যায়। আহা!! আহা!! এমন যদি হত। ও হ্যা। খোজা - খুজি করছি। কথা মত প্রচুর খোজাখুজি করছি।

অনেক কিছু শিখলাম ও। বুঝলাম ও বটে। আমার মত গড়পড়তা রেজাল্ট নিয়ে টপ ক্লাস র‍্যাংকিং এর কোন ইউ এস ইউনিভার্সিটির স্বপ্ন দেখা বৃথাই ধরে নিচ্ছি। সিজিপিএ ৩ দশমিক ৬ নিয়ে , ৫০ সিরিয়ালের বাইরের ইউনিভার্সিটিতে ই মনে হয় দেখতে হবে বলে যা বুঝলাম আর কি। আপনাদের কেউ একি এরকম খোজা-খুজি করছেন? আমি দেখলাম টপ র‍্যাংকড ইউনিভার্সিটিগুলো ভর্তির জন্য প্রয়োজনীয় রিকয়ারমেন্ট দিয়েছে কম করেই কিন্তু চান্স দেয় না।

এ্যামাউন্ট অফ এপ্লিকেশন এর তুলনায় এনরোলমেন্ট খুব কম। আর ওরা আমাদের বাংলাদেশের সিজিপিএ সিস্টেমের সাথে তাদের টা যে ক্যামনে মিলায় সেটাও এখনো জানিনা। সবকিছু মিলায়া মাথাটা ভন ভন করছে। যাই হোক লেগে থাকলে হয়ত কিছু কিছু ইউনিভার্সিটি খুঁজে বের করা যাবে যারা আমাদের মত অগা ছাত্রদেরকে পড়তে দিবে বলে অফার দিবে। যদিও GRE , IELTS / TOEFL এর চক্কর ফেলবে এদের সব্বাই।

দেখি একটা লিস্ট পাবলিশ করা যায় কিনা...আমার এই থিসিস এর উপ্রে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।