আমাদের কথা খুঁজে নিন

   

অযথা গণ্ডগোলের চেষ্টা করবেন না: প্রধানমন্ত্রী

www.sometimeinblog.com প্রধান বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নতুন কোনো ফর্মুলা থাকলে এখনো নিয়ে আসতে পারেন। আমরা নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু সংবিধান সংশোধন ইস্যুতে অযথা গণ্ডগোল পাকানোর চেষ্টা করবেন না। দেশের মানুষকে অহেতুক কষ্ট দেবেন না।’ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধন বিল পাসের পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতের রায় অনুসারেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী দাবি করেন, সংবিধানের এই সংশোধনী পাসের ফলে জনগণের ক্ষমতায়ন ও ভোটের অধিকার নিশ্চিত হয়েছে। ইসলামী দলগুলো ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সংবিধানে এখন রাষ্ট্রধর্ম ইসলামও রাখা হয়েছে, অন্যান্য ধর্মের প্রতিও সম্মান রক্ষা করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।