আমাদের কথা খুঁজে নিন

   

অটো চার্জার বা আইপিএস বানান মাত্র ৫০ টাকায়!

বন্ধুরা/পাঠক ভাইরা, আমার এই লেখা মূলত আপনাদের জন্যেই..,, প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে একটি ছোট্ট, সুন্দর ও মজার সার্কিট উপস্থাপন করব। ইদানিং আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় লোডসেডিং একটি নিয়মিত সমস্যা। বাড়িতে অটোচার্জার বা আইপিএস না থাকলে, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে, আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। তখন হাতে কাছে থাকা দেয়ারশলাই বা মোম বাতিটিও আর খুঁজে পাওয়া যায় না। আলোচ্য সার্কিটটি আমাদের এই সমস্যার হাত থেকে রক্ষা করবে।

Resistor : R1=100 k R2=420 k Veriable Resistor: VR1=10 k Transistor: T= BC 148 B Light Dependent Resistor LDR Light Emeting Diode: LED = White or Green(Any One) তৈরী পদ্ধতি বর্ণনা: প্রয়োজনীয় Parts গুলো ইলেকট্রনিক্সের দোকান থেকে সংগ্রহ করে একটি ভেরো বোর্ডের উপর চিত্রের সার্কিট অনুসারে সংযোগ করতে হবে। ভেরো বোর্ডের পরিবর্তে শক্ত মোটা কাগজের উপরে প্রয়োজনীয় ছিদ্র করেও সাকির্টটি তৈরী করা যেতে পারে। সার্কিট এ ব্যবহৃত LDR টি সেন্সর হিসেবে কাজ করে। যখন সেন্সরটির উপরে আলো পড়ে তখন সার্কিটে ব্যবহৃত LDR টি নিভে থাকে। কিন্তু যখনই লোডসেডিং হয় তখন LDR এর উপর আলো পড়ে না এমতাবস্থায় ট্রানজিস্টর T এর সাহায্যে LED এর মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং LED জ্বলে উঠে।

প্রদত্ত সার্কিটে পাওয়ার হিসেবে ৩টি পেন্সিল ব্যাটারী অথবা হাতঘড়িতে ব্যবহৃত ব্যাটারীও (৩টি) ব্যবহার করা যেতে পারে। সমস্ত সার্কিট সহ ব্যাটারীকে একটি ছোট আকর্ষনীয় বক্সে এমন ভাবে আবদ্ধ করতে হবে যাতে LED থেকে আগত আলো সরাসরি LDR এ না পড়ে এবং LDR এর উপর রুমে ব্যবহৃত আলো সরাসরি পড়ে। VR1 কে এমন ভাবে এ্যাডজাস্ট করতে হবে যাতে রুমের লাইট অফ করলেই জ্বলে। সর্ম্পূণ প্রজেক্টটি তৈরী করতে প্রায় পঞ্চাশ টাকা লাগবে। আশাকরি প্রজেক্টটি তৈরী করে আপনারা বাড়িতে ব্যবহার করবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।