আমাদের কথা খুঁজে নিন

   

"আপনে যদি, ৯৯ টাকা রিচার্জ করেন,রবি আপনাকে এক পেকেট ইফতার দিবে।"

বিজ্ঞাপনটা সুবেহ সাদিক পত্রিকার প্রথম পেজে দেখে নড়েচড়ে বসলাম। আমার বিল বকেয়া আছে প্রায় ১০০০ টাকা। মনে মনে একটা হিসেবও করে ফেললাম। একহাজার টাকা বিল পরিশোধ করলে প্রায় ১১ পেকেট ইফতারও পামু আবার বিলটাও শোধ হয়ে গেলো। লালে লাল, বাবা শাহজালাল!!! বিস্তারিত ভিতরের পাতায়... ১- পোস্টপেইডালাগোরে ইফতার দেয়া হবেনা।

২- একবারের বেশি কোন ভাবেই ইফতার নেয়া যাবেনা। ৩- রিচার্জের পর ২৪ঘন্টার মধ্যে আপনি "ইফতার বিজয়ী" হয়েছেন কিনা তা এসএমএস করে জানানো হবে। ৪- এই এসএমএস দেখিয়ে "আসেন একলগে ইফতার করি" চিহ্নিত রবি সেবা কেন্দ্র থেকে ইফতার সংগ্রহ করতে হবে। ৫- আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ইফতার দেয়া হবে। আপনে আসতে আসতে ইফতার শেষ হয়ে গেলে কিচ্ছু করার নাই।

৬- ইফতার পাবেন কিনা এইটা জানার জন্য আপনাকে "IFTAR" লিখে ২১২৬৪ এই নাম্বারে এসএমএস পাঠাতে হবে। _____ ভাই থামেন। আপনারা বাঙ্গালিগরে এতো ভুখা ভাবেন ক্যান? আফনেরা আইসা একদিন আমার বাসায় ইফতার কইরা যাইয়েন। কোন শর্ত প্রযোজ্য নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.