আমাদের কথা খুঁজে নিন

   

মা-আমার স্বাধ না মিটিলো

Cheiro Sharier এর বাংলা ব্লগ (১) এখন আমি আর বাবা বলে ডাকিনা বাবা কবে’ই নিয়েছে বিদায়........................ , “মা” নামের ঐ মহান মানবী’টার ঋন শোধ দিতে পারিনা- অনেক সীমাবদ্ধতায়......... দেখে যাও মা হ্রদয়খানি কত ক্ষত জমেছে ব্যাথায় , তুমি যে আছো এ হ্রদয়ে মনের মনিকোঠায়………... সৃষ্টি থেকেই কষ্ট দিয়েছি নাঁড়ী ছেড়া ধন তোমার , আমাই দেখে চাঁদ পেয়েছিলে ভুলেছিলে সব বেদনার......... পরম আদরে কোলে তুলে নিয়ে চুমু দিয়ে ছিলে বার বার , বড় হয়ে ছেলে আকাশ ছুঁয়ে যাবে দুঃখ রবেনা আর ............... সেই থেকে কত কষ্ট করেছে ছেলে’কে মানুষ করার , না খেয়ে কত খাইয়েছো আমাই মুখে তুলে খাবার............... সন্তান তোমার থাক দুধে-ভাতে অবিরত চেষ্টায়……………. যদি পারতে-চাঁদ’টা ও দিতে সন্তানের চাহিদায়.................. কত নিশি জেগে সেবা করেছো আমার অসুস্থায়.................. বুকের মাঝে আগলে রেখেছো শত ঝড়-ঝর্ঞ্জায়.................. কপালে কালো টিপ পড়িয়ে দিয়েছো অজানা আশংকায়..................... আছে যত শুভ-কামনা করেছো নামাজে প্রার্থনায়.....................। বই নিয়ে কত ছুটেছো পিছু ঘর থেকে আঙ্গিনায়…………. কত পড়া তোমার মুখস্ত হয়েছে আমার অলসতায়………….. শ্রেষ্ঠ জন হবে- তোমার ছেলে জ্ঞানে-গুনে-বিদ্যায়…….. মাথা উঁচু করে আকাশ ছুঁয়ে যাবে এ বিশ্ব ধরা’য়………. (২) জীবনের ঘানী একাই টেনেছো ঘাম মিশেছে বন্যায়………… তবুও কভু হাল ছাড়নি দুঃখ কাতরতায়…………….. তুমি যে মা মহিয়সী-মহান নারীর স্বকীয়তায়........................ ( ৩) ৩২ বছর কেটে গেল মা আজও কি প্রতীক্ষায়? দে’খো ছেলে তোমার বড় হয়েছে গায়ে-গতরে-লম্বায়………….. সন্তান সুখে বিভোর হয়ে নিজেকে অবহেলায় ঘুনে ধরেছে রোগ বেঁধেছে মায়ে’র শরীরটায়......... বয়সের চেয়ে বৃদ্ধ হয়েছে মা নূয়ে পড়েছে বিছানায়............ ঠিক করে পান চিবুতে পারেনা দাঁতের নড়াচড়ায়............ কত রোগে শেকে-চুপ করে থাকে তবু না প্রকাশ পায় চোখের জল গুলো নিরবে মোছে বিধবা’র সাদা শাড়ীটায়…….. সন্তান তোমার কথা রাখেনি হয়নি অহংকার……………. তোমার কষ্ট ব্যার্থ হয়েছে স্বপ্ন হয়েছে ছারখার............... বৃথাই তোমার সকল চেষ্টা জন্মেছে কুলাংগার................. অভিশাপের ও অযোগ্য ছেলে অবকাশ নেই ক্ষমার......... গায়ের চামড়ায় জুতো বানালে কি সুজোগ হয় ঋন কমাবার? এ চামড়া যে শুকরেরও অধম ক্ষুন্ন পবিত্রতার......... (৪) তোমার ঋনে আকাশ ছুঁয়েছে সুদের জমেছে পাহাড়............ বামনে’র কি সাধ্য আছে মা ঐ আকাশ ছোঁয়ার...............?! ডুকরে কাঁদি বুকের ব্যাথায় আজানা আশংকায় আমায় ফেলে যেওনা গো মা দূর কোন অজানায়...............! আমার কি মা কাটবে জীবন ঋন শোধের আশায়……..? আমি কি তবে বড় হবোনা তোমার জীবদ্দ্যশায়............? তোমার স্বপ্নের সুখ পাখিটা আজো মাটিতেই ডানা ঝাপটায়………………......................................  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।