আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরিতা_২০

"আমার মনে অনেক জন্ম ধরে ছিলো ব্যথা বুঝে তুমি এই জন্মে হয়েছো পদ্মপাতা; হয়েছো তুমি রাতের শিশির— শিশির ঝরার স্বর সারাটি রাত পদ্মপাতার পর; তবুও পদ্মপত্রে এ জল আটকে রাখা দায়।" -জীবনানন্দ দাশ "এবার আমি পদ্মপাতা নই শুধু তোমার জন্মান্তরের ব্যথা হয়ে রই; আজ আমি ঘাসফুল, তুমিই তবে শিশির হয়ে আমায় ছুয়ে যাও রাত্রিদিন ঝরে পড়ো নিঃশব্দ গানে, আর আমি.. অজস্র জীবন ঘাসফুল হয়ে তোমার মেঘরঙা ভালোবাসা ধারন করি শিশির-স্নানে..." -উত্তরিতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।