আমাদের কথা খুঁজে নিন

   

জুন-ফাইন্যাল সমাচার

জুন-ফাইন্যাল সমাচার ডা.সুরাইয়া হেলেন যে অফিসে যাই, ঠাঁই নাই,ঠাঁই নাই, কারোর কোন সময় নাই ! ‘একটু শুনুন,কী ব্যাপার ভাই?’ ‘এটাতো জুন মাসরে ভাই !’ ফাইল জমেছে স্তূপের স্তূপ এ ব্যাপারে সবাই চুপ ! চলে যাচ্ছে জুন মাস, আমলা-কেরাণীর নাভিশ্বাস! করতে হবে বিল পাশ । বিল পাশের দৌড়াদৌড়ি নয়তো ফেরৎ যাবে টাকা-কড়ি রাস্তাঘাটেও চলছে খোঁড়াখুঁড়ি, যার বিল হবে পাশ তার তো পৌষ মাস, যার টা হবে না পাশ তার কপালে সর্বনাশ ! মন্ত্রীর চেলা ঠিকাদার নেতা কন্ট্রাকটরের অত্যাচার, মালের কোন দেখা নাই টাকাটা আগে দিয়ে দাও ভাই। বৈধ বা হোক অবৈধ, সই দাও করে চোখ বন্ধ, অমিল কর মিল যত অবৈধ বিল, যদি তা না পারো চাকুরীটা তবে ছাড়ো ! বিল পাবো না শেষে বলে নেতা এসে, ফুরিয়ে গেলে জুন করবো তোমায় খুন, দুনিয়া হতে হবে বিদায় ! এ ঝামেলা আর কে চায় ? কী আর করে আমলা তারা তো জনগণের কামলা, টাকা আসবে পকেটে বউ যাবে সিঙ্গাপুরে মার্কেটে ! নতুন বাড়ি,নতুন গাড়ি, লাগবে টাকা কাঁড়িকাঁড়ি, কোথায় পাবো তা ? দেবে কন্ট্রাকটর-নেতা ! তা না হলে থাকবে না মান, ভেঙে হবে খান-খান বউয়ের কাছে মান সম্মান, চল গাই তাই,জুনের ই গান !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।