আমাদের কথা খুঁজে নিন

   

হায় তাজউদ্দীন

৭১ এর উত্তাল মার্চ এ তাজউদ্দীন যখন অজানার উদ্দেশ্যে ঘর ছাড়ছিলেন প্রিয়তমা স্ত্রী কে বলেছিলেন কোথায় যাচ্ছি জানিনা, তোমরা সাত কোটি জনতার মাঝে মিশে যেও। দুঃসময়ে অনেক দিনের চেনা প্রতিবেশী এক সরকারী অফিসার এর বাসায় আশ্রয় এর জন্য গিয়েছিলেন তাজউদ্দীন এর স্ত্রী, মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন ঐ অফিসার। অকুল পাথারে ভেসে গেলেন তিনি ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে। স্বাধীন দেশে তাজউদ্দীন মন্ত্রী হলেন। ঘটনা চক্রে ঐ অফিসার এর প্রমোশনের ফাইল তাজউদ্দীনের টেবিলে।

সেক্রেটারি বললেন স্যার, এই ফাইল সেই কর্মকর্তার। তাজউদ্দীন কিছুক্ষন ভাবলেন। বললেন, আমার ব্যাক্তিগত অসন্তোষ কোন কর্মকর্তার প্রমোশনের বাধা হতে পারেনা। ফাইলা সাইন হয়ে গেলো। সুপারহিরো খোঁজার জন্য ভিনদেশী নায়কের দরকার নাই আমাদের।

বীরপ্রসূ এই বাংলা তাজউদ্দীনের মতো মানুষের জন্ম দিয়েছে। হায় তাজউদ্দীন, স্বাধীন দেশে আপনার কথা কেউ মনে রাখেনি ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।