আমাদের কথা খুঁজে নিন

   

ভালো খেলতে না পারলে বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপে হয়তো নাও দেখা যেতে পারে!

ভাল পাঠক হলেও নিজে কিছু লিখতে পারি না,মনের ভাবটা তাই ঠিকমত প্রকাশ করতে পারিনা....... গত বিশ্বকাপের সময় শুধু দশটি টেস্ট টিম নিয়ে পরবর্তী বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে আইসিসি,তবে শেষ পর্যন্ত আইসিসি আজ হংকংয়ে বার্ষিক সভায় সহযোগী সদস্য দেশগুলোকে বিশ্বকাপ খেলার একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে এই সুযোগ দেওয়া হবে তা এখনো বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে লোয়ার র্যাঙ্কড টেস্ট টিমগুলোর সাথে সহযোগী দেশগুলোর একটি কোয়ালিফাইং টুর্নামেন্ট আয়োজন করা হবে। সামগ্রিকভাবে ক্রিকেট এবং আয়ারল্যান্ড নেদারল্যান্ডের মত উঠতি দেশগুলোর জন্য এই সিদ্ধান্ত দারুন সুযোগ হিসেবে আসলেও বাংলাদেশ ও জিম্বাবুয়ের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। কারণ আইসিসির পূর্ণ সদস্য টেস্ট প্লেয়িং এই দুটি দেশেরই আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের কাছে হারার অভিজ্ঞতা আছে। বাংলাদেশ তো টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরও আয়ারল্যান্ডের কাছে দুটি ওয়ানডে,একটি টুয়েন্টি এবং নেদারল্যান্ডের কাছে একটি ওয়ানডে হেরেছে,এই বিশ্বকাপেও তো আয়ারল্যান্ডের সাথে হারতেই বসেছিল প্রায়! ভালো খেলতে না পারলে হয়তো আমাদের প্রিয় বাংলাদেশকে সামনের বিশ্বকাপেই আমরা নাও দেখতে পারি! অভিজ্ঞতাটা কেমন হবে আমাদের জন্য? মাত্র একটা বিশ্বকাপই খেলতে পারি আমরা,সেটাও ঝুকির মধ্যে পড়ে গেল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.