আমাদের কথা খুঁজে নিন

   

বদলে যেতে পারে সৌরজগতের উৎপত্তির ইতিহাস

সৌরজগতের উৎপত্তি সম্পর্কিত পূর্ববর্তী ধারণা পাল্টে যেতে পারে বলে মতামত দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সূর্য ও তার গ্রহদের মধ্যে উপস্থিত অক্সিজেন ও নাইট্রোজেনের আইসোটোপের পরিমাণগত পার্থক্য খুঁজে পাওয়ায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল এই মতামত দিয়েছে। সৌরজগতে এই দুটি গ্যাসের পরিমাণই সবচেয়ে বেশি। নাসার ২০০৪ সালের জেনেসিস মিশনের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে, এদের মধ্যে প্রাপ্ত অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের আইসোটোপের পরিমাণের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। এই গবেষণা দলের প্রধান কেভিন ম্যাককিগান বলেন, সূর্যের চেয়ে পৃথিবী, চাঁদ, মঙ্গলসহ অন্যান্য গ্রহ ও গ্রহাণুতে অক্সিজেন-১৬’র পরিমাণ কম।

এর ফলে বোঝা যায়, সূর্য যে নেবুলা থেকে সৃষ্টি হয়েছে পৃথিবী ও অন্যান্য গ্রহ সেটা থেকে সৃষ্টি হয়নি। তবে কেন ও কীভাবে তা ঘটেছে সেটা এখনও আমাদের অজানা। পৃথিবীতে তিনটি ভিন্ন ধরনের অক্সিজেন আইসোটোপ দেখা যায়। তা হল ও-১৬, ও-১৭, ও-১৮। এই তিনটির মধ্যে পার্থক্য হল এদের পরমাণুকেন্দ্রে নিউট্রন সংখ্যা।

বিস্তারিত আরো জানতে এই লিংকে ক্লিক করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.