আমাদের কথা খুঁজে নিন

   

এক শব্দহীন ভালোবাসার গল্প “Signs” (Review)!

ও গানওয়ালা, আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই! জ্যাসন একজন প্রাইভেট অফিসার। সঙ্গীহীন তার জীবন চলছিলো এক প্রকার ঝিমিয়ে ঝিমিয়েই মাঝে মাঝেই পার্ক গিয়ে জ্যাসন বসে থাকত ভালবাসার মানুষটির খোজে, কিন্তু পার্কে সুন্দরী মেয়েরা যখন তাকে পাত্তাও দিলনা তখন তার হতাশ হবার ছাড়া কিবা করার ছিল? তবুও কারো জীবন থেমে থাকেনা! থেমে থাকেনি জ্যাসনের জীবনও!!! কিন্তু এক দিন জ্যাসন আবিষ্কার করল যে, তার অফিসের ঠিক উল্টো পাশে কাজ করে একটি সুন্দরী মেয়ে। জ্যাসন প্রায়ই তাকে লুকিয়ে লুকিয়ে দেখত! ♥ সেই মেয়েটাও বুঝতে পারল যে, তাকে জ্যাসন ফলো করছে! মেয়েটিও জ্যাসনের সাথে দুষ্টুমি শুরু করল। সে কাগজের উপরে কালো মার্কার দিয়ে লিখে লিখে জ্যাসনের সাথে যোগাযোগ করত, কারন কাঁচের দেয়ালে তাদের ভয়েস শোনা যেত না। এভাবে আস্তে আস্তে তারা এক অপরের খুব কাছে চলে আসলো। যখন জ্যাসন ঠিক করল যে, সে মেয়েটিকে তার ভালোবাসার কথা খুলে বলবে, ঠিক তখনই ঘটল এক.......! কি ঘটেছিল? তা জানতে হলে আপনাকে দেখতে হবে Patrick Hughes পরিচালিত Nick Hamon এবং Megan D’ Arcy অভিনীত সর্ট ফ্লিম (Signs) সাইন। আগেই বলে রাখছি মুভিটি না দেখলে পস্তাইবেন! আর দেখলে বলবেন ইস!!! যদি আরেকটু দেখতে পেতাম। তো আর দেরি না করে দেখে ফেলুন Silent Love Story “Signs” সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ♥ মুভিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না! Imdb info: Movie Name: Signs (2008) Director: Patrick Hughes Writers: Patrick Hughes, Karl Fleet Stars: Nick Russell, Kestie Morassi Rating: 8 Youtube Links http://www.youtube.com/watch?v=uy0HNWto0UY Vimeo Link http://vimeo.com/12712529

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।