আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়া ফেরত প্রবাসিদের সরকারি অর্থ সহায়তা বিষয়ক হেল্প চাই।

প্রিয় ব্লগার ভাই ও বোনেরা ছালাম নিবেন। আমার লেখার শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারেতেছেন যে আমি লিবিয়া ফেরত বাংলাদেশি। অনেক কষ্ট করে কোন রকমে জীবন নিয়ে লিবিয়া থেকে দেশে ফেরত এসেছি তার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। কিছুদিন আগে আমার মোবাইলফোনে একটি মেসেজ পাই, সরকারি অর্থ সহায়তা পেতে সোনালী ব্যাংকে একাউন্ট করার জন্য। কিন্তু সোনালী ব্যাংকে একাউন্ট করাটা বিরাট ঝামেলার ব্যাপার হয়ে দাড়িয়েছে।

চেয়ায়ম্যান সার্টিফিকেট, জন্ম সনদ, ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি ছাড়াও সোনালী ব্যাংকে একাউন্ট আছে এমন একজনের সত্যায়িত লাগে। কিন্তু উপরুক্ত কোন সার্টিফিকেট, আইডি কার্ড জন্ম সনদ কিছুই আমার নাই। কারন আমি তখন লিবিয়াতে চাকুরিরত ছিলাম যখন এইগুলার প্রসেসিং আমাদের এলাকায় হয়। সোনালী ব্যাংকে একাউন্ট না থাকলে কি আমি সরকারি অর্থসহায়তা পাবনা? উল্লেখ্য আমার নিজের নামে রুপালি ব্যাংকে ও আমার বড়ভাই এর নামে সোনালী ব্যাংক জয়দেবপুর শাখায় একটি একাউন্ট আছে। সোনালী ব্যাংকে নিজনামে একাউন্ট না থাকলে কি সরকারি অর্থসহায়তা পাবনা যদি পাই তবে কেমনে যদি কারো জানাথাকে তবে দয়াকরে একউ আওয়াজ দিবেন।

ভালথাকবেন সকলে খোদা হাফেজ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।