আমাদের কথা খুঁজে নিন

   

কেন উন্মুক্ত করে দেওয়া হয় না (সিসা, ডি জে, ইত্যাদি)সব কিছু!!!!!!!

............... এই যদি হয় আমাদের/হাসিনার ডিজিটাল বাংলাদেশ ? যে ভাবে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি উদ্দ্যাম নৃত্ত্য, মাদকতা, বিদেশি কালচার, >>>>> আমরা কি পারব নিজেদের সামলে রাখতে >>>>> আসলে পারব না বলে আমার মনে হয়। তবে কেন উন্মুক্ত করে দেওয়া হয় না সব কিছু ? আর যদি উন্মুক্ত করে না ই দেয়া হয় তবে কেন চলছে গুলসান, বানানী, ধানমন্ডি তে এইসব আসর(সিসা, ডি জে, ইত্যাদি)>>>>> একটি কপি পেস্ট প্রকাশনা বিডি নিউজ থেকে। ================================== ঢাকা: সাভারের আশুলিয়ায় কনকর্ড গ্রুপের মালিকানাধীন বিনোদন নগরীখ্যাত ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে বৃহস্পতিবার রাতের মাদক উদ্ধার অভিযানের পর অন্তত ১১ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। শুক্রবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কানিজ কামরুন নাহার জামিন আবেদন নাকচ করে আটক ৮আসামির সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই ঘটনায় শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

এতে ফ্যান্টাসি কিংডমের সিনিয়র ম্যানেজার (ফুড অ্যান্ড বেভারেজ) প্রদীপ কুমার ও জামিল হোসেন এবং মোটেল আটলান্টিসের ম্যানেজার নুরুজ্জামানসহ ১১জনকে আসামি করা হয় । এই তিন কর্মকর্তাই পলাতক। ১১ আসামির মধ্যে আটজনকে আটক করা হয়। এরা হলেন- রিয়াদ উল হক, হাসিবুল হাসান, আসাফ উদ দৌলা, মুহিদ ইসলাম, শরিফ আশিফুল ইসলাম, আসিফ হায়দার, আরিফুল হক ও কাজী রইছ উদ্দিন। এর আগে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল র‌্যাবের সহযোগিতায় ওই অভিযান চালায়।

রাত সোয়া ১২টায় এ অভিযান শুরু হয়ে ৩টা পর্যন্ত চলে। অভিযানের মুখে গা ঢাকা দেন ফ্যান্টাসি কিংডমের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মাহফুজুর রহমান। র‌্যাবের একজন ক্যাপ্টেনসহ অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১২টায় ডিজে (ডিস্ক জকি) পার্টির আড়ালে মাদক উৎসব ও উদ্দামনৃত্য চলার সময় ওই আসরে হানা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।

মাদক ও নৃত্য উৎসবে অংশ নেয় রাজধানী ও সাভারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধনী পরিবারের কয়েকশ’ শিক্ষিত তরুণ-তরুণী। রেস কমিউনিকেশন নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান দর্শনার্থী প্রতি ২০০০ হাজার টাকার বিনিময়ে ডিজে শো’র নামে রাতভর সঙ্গীতের তালে তালে উদ্দাম নাচ ও মদ্যপান আসরের আয়োজন করেছিল। এ আয়োজনে অংশ নেন শিল্পী মিলন মাহমুদ ও ডিজে স্টার রাহাত হায়াত। র‌্যাবের অভিযানের শুরুতেই সটকে পড়ার চেষ্টা করলেও গণমাধ্যমের চোখকে ফাঁকি দিতে পারেননি মিলন। তবে র‌্যাবের হাতে আটক হন ডিজে রাহাত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এ বিনোদন কেন্দ্রে ডিজে শো ছাড়াও বিভিন্ন পার্টির নামে নারী ও বিদেশি মদর রমরমা ব্যবসা চলে আসছে মর্মে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জেসমিন সুলতানা রাত পৌনে ১টায় বাংলানিউজকে বলেন, ‘আমরা সন্দেহ করছি, ওয়াটার কিংডমসংলগ্ন একটি গোডাউনে বিপুল পরিমাণ বিদেশি মদ রাখা আছে। গণমাধ্যম কর্মীরা এলে তাদের উপস্থিতিতে জোরেশোরে অভিযান শুরু করা হবে। ’ তবে প্রাথমিকভাবে গুদাম মনে হলেও আসলে সেখানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামালউদ্দীন মাঝে মাঝে এসে বসেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা। রাত ১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ দল ওয়াটার কিংডমের পুরো এলাকা ঘিরে রেখেছে এবং এখানে আসা অভিজাত পরিবারের কিছু তরুণ-তরুণী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছে।

আটককৃতরা হলেন, ডিজে রাহাত হায়াত; ১২৪ পশ্চিম ধানমন্ডির রিয়াজ (২৫), পিতা মেজর (অব.) মফিজুল হক সরকার; ফ্যান্টাসি কিংডমের অ্যাসিস্ট্যান্ট সুপার ভাইজার নাজির হোসেন (৩২); ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ থেকে সদ্য পাস করা মিরপুরের মুহিত ইসলাম (২৬), পিতা ব্যবসায়ী শাহাদত হোসেন; নর্থসাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আসিফ হায়দার (২৫), পিতা ব্যবসায়ী এসএম হায়দার আলী, বাসা গুলশানের নিকেতনে; মিরপুরের বিসিআইসি কলেজের ছাত্র পশ্চিম আগারগাঁওয়ের আসিফুল ইসলাম (১৯), পিতা এলইজিইডির সিভিল ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম; এআইইউবি ইউনিভার্সিটির এমবিএ-এর প্রথমবর্ষের ছাত্র আসাফউদ্দৌলা (২৬), বাবা সাদিকুল আহসান মিরপুর থানা পুলিশের ইনস্পেক্টর; ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অনার্সের দ্বিতীয়বর্ষের ছাত্র আরিফুল হক (২০) জসীমউদ্দিন হল, বাবা ব্যবসায়ী আমিনুল হক; ময়মনসিংহের বেকার যুবক হাসিবুল ইসলাম (২৮) এবং গুলশানের সুপ্রিমিউ প্রপার্টিজ অ্যান্ড মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান কাজী রাইসুদ্দিন (৫৬)। র‌্যাব-১ এর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ সোহেল জানান, সুইমিং পুলের প্রাচীরের পেছন দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে র‌্যাব এদের ধরে আনে। অন্য তরুণরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জেসমিন সুলাতানা। প্রত্যক্ষদর্শী একজন পথচারী জানান, তরুণ-তরুণীদের কয়েকজন ফ্যান্টাসি কিংডমের সামনের রাস্তা দিয়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্স ও বন্ধু পরিবহনের একটি হিউম্যান হলার থামিয়ে সেটিতে উঠে ড্রাইভারকে যেতে বাধ্য করে। এদিকে, তরুণীদের আটক না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা যে পোশাকে ছিল সেই পোশাকে আটক করা যায় না।

’ এদের বয়স ১৮ থেকে ২৫ বছর বলে জানান তিনি। পরে পার্টিতে অংশ নিতে আসা তরুণীরা ওয়াটার কিংডমের ভেতরে মোটেল আটলান্টিসে আশ্রয় নেয়। সেখান থেকে তারা স্বল্পবসনেই কৌশলে বেরিয়ে যায়। উল্লেখ্য, এ মোটেলের একটি কক্ষের ন্যূনতম ভাড়া ৩ হাজার ৪শ’ টাকা বলে জানান মোটেলের দায়িত্বে থাকা এক কর্মকর্তা। অপরদিকে, এক্স-ক্যাডেটদের মিলনমেলার অজুহাত দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সে মোতাবেক অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান অনুষ্ঠানে আসা কয়েকজন ক্যাডেট কলেজের সাবেক ছাত্র।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক পাবনা ক্যাডেট কলেজের তিন সাবেক ছাত্র করে বলেন, তাদের ধারণা ছিল, এটি এক্স ক্যাডেটেদের প্রোগ্রাম। কিন্তু অনুষ্ঠানে এসে সে ধারণা পাল্টে যায়। এদিকে, এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ। একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি এ প্রতিষ্ঠানের পরিচালক এয়ার কমোডর (অব.) আবদুর রশিদকে। উল্টো তাদের একজন কর্মকর্তা এমন অনুষ্ঠানের জন্য র‌্যাবের হাতে আটক ডিজে রাহাত হায়াতকে দায়ী করেন।

ডিজে রাহাত বাংলানিউজকে জানান, তিনি কেবল মিউজিসিয়ান হিসেবে কাজ করার জন্য ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। এ ঘটনায় আটক ৮ যুবকসহ মোট ১১ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপঅঞ্চলের গাজীপুর সার্কেলের পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। সে সময় আটক ৮ আসামি থানা হাজতে ছিল। পরে তাদের কোর্টে চালান পাঠানো হয়।

এদিকে, আটক রিয়াজের পিতা মেজর (অব.) মফিজুল হক সরকার মেজর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে ডিজে পার্টির নামে এমন জঘন্য অনুষ্ঠানে অংশ নেবে তা আমি কল্পনাও করতে পারিনি। ’ বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ২৪, ২০১১ +++++++++ ছবি দেখতে লিঙ্ক এ ক্লিক করুন। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।