আমাদের কথা খুঁজে নিন

   

তুমি নেই

মুঠোফোন স্কীনে মিসড কল আসতেই বুকটা ধক্ করে উঠে বাইরের শ্রাবণ ঢল মনের ভিতরে ফেনা তুলে ভুল হয়,এ বুঝি নীলার মিসড কল। কিন্তু না, নীলার মিসড কল আর আসবে না। সে পথটা আমিই বন্ধ করে দিয়েছি। সব ছেড়ে ছুড়ে শ্রাবণের দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে ভেঁজা চুল আর ভেঁজা সালোয়ারে চলে এসেছিল। বলেছিল,আমি চলে এসেছি শ্রাবণের পাড় ভাঙ্গা ঢল পিছনের ফেলে ভেঁজা পায়ে চলে এসেছি দেবে কি ঐ হাতটা তোমার? কিন্তু আমার ভিতরটা যে পাড় ভাঙ্গা যমুনার মত ক্ষয়ে যাচ্ছিল সাথে আমিও তাই পারিনি হাতটা বাড়াতে আর আমার সেই ব্যার্থতায় সেই যে নীলা হারিয়ে গেলে আর ফিরে এলে না। আমার মুঠো ফোনও এখন আর ব্যাস্ত থাকে না। এখনও শ্রাবণ ঢল আসে মাঝ রাতে খোলা জানালায় ভিজিয়ে দেয় শার্শি শুধু তুমি নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।