আমাদের কথা খুঁজে নিন

   

the today

নামটা একটু ইমেচুর্ড কিন্তু আমার মনে হয় না এতে কিছু আশবে যাবে। আবারো সকল বানান ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। কয়দিন বেলা করে ঘুম থেকে উঠিনা চিন্তা করছি। বেপারটা ভাবার মত। কিছুতা বিরক্তিকর।

আমার জীবনে খুব মজার কিছু নাই। এই ঘুমটা আমার অনেক পছন্দের। অযথা ঘুম ভাংলাম, বাইরে বৃষ্টি হচ্ছে। আমার কাছে this the most sexy thing happens on earth। কিন্তু আজকের বৃষ্টি, মোটেও ভাল লাগার নয়।

আব্বুর ব্যাংক স্টেটমেন্ট আনতে হবে। ধন্যবাদ মহিউদ্দিন চাচা, আমার কাজ করে দেয়ার জন্য। আমার সুমহান বন্ধু হাসিবের মুখ দরশন হয়েছে আজ ৩ দিন পর। শেষ পর্যন্ত আমার এপয়েন্টমেন্ট ফিক্সড হয়েছে। যাই হোক ওর মত জিনিয়াস পৃথিবীতে খুব কম জন্মায়।

আমার মতে আমাদের জন্ম হয়েছে মহান মানুষদের মহান করার জন্য আর পৃথিবীর সৃষ্টি ওদের ধারন করার জন্য। অপমানিত হওয়ার জন্য ভারতীয় হাইকমিশনের বিকল্প নাই। ফ্রন্ট ডেক্সএ এক্তা গরধভকে বসিয়েছে আমাদের তথাকথিত শ্রেষ্ঠ বন্ধুরা। ওর ভাব দেখে মনে হল প্রতিভা পাতিলের ছেলে বসে আছে। হাসিবের সাথে ঝগড়া হল এবং সে থ্রেট দিল আমরা কন দিন আর ভারতে যেতে পারব না।

আমার দরকারটাই কি। যাবে আম্মু আর আব্বু। গাধা। আমার ভারত বিদ্দেশ আরো বাড়ল। বিকেলে আড্ডা মারছিলাম বসুন্ধরার নিচে।

বিরক্তিকর, খালি মুখে আড্ডা। কিছুক্ষন পর জিব্রাইল সিগারেট নামক ওহী নিয়ে উপস্থিত। আমার দোয়ায় ও বেহেস্থে যাবে। ছেলেটার নাম.........ভুলে গেছি, বাড়ি বরিশাল। মা নাই বাবা আছে।

প্রথম দিন তার, আমার ১০ টাকা দিয়ে বেনসন কেনার দুর্লভ অভিগ্যতা হল। মনে হল আমার চেয়ে দুর্ভাগা কিন্তু আমার চেয়ে কাজের এবং যোগ্য । পৃথীবিতে ক্লাস কয়টা, ৩টা নাকি ৫ টা নাকি অগুনিতক। খোদার সৃস্টী না মানুষের। উনার উপর দোষ চাপানোর অভ্যাস আমাদের অথচ আমরা কত নিকৃষ্ট।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।