আমাদের কথা খুঁজে নিন

   

এফবিআই-এর দু'জন সন্ত্রাসী দরকার!

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের জন্য সন্ত্রাসীর আকাল দেখা দিয়েছে। মোস্ট ওয়ান্টেড শীর্ষ দশ সন্ত্রাসীর তালিকায় নাম ওঠানোর জন্য প্রয়োজন দু'জন সন্ত্রাসীর নাম। সেটিই তারা খুঁজে বের করতে পারছে না। ওসামা বিন লাদেনের মৃত্যু এবং বোস্টনে কুখ্যাত অপরাধী জেমস বালগার গ্রেফতার হওয়ার পর এফবিআইয়ের শীর্ষ ১০ সন্ত্রাসীর তালিকায় ২ জনের স্থান খালি হয়ে পড়ে। এফবিআইয়ের এক মুখপাত্র বলেন, ব্যুরো ওই শূন্য স্থানে নতুন নাম প্রতিস্থাপনের চেষ্টা চালাচ্ছে।

তবে এখন পর্যন্ত জানা যায়নি কাদের নাম সেখানে আসবে। ১০ ফেরারির তালিকায় ওসামা বিন লাদেনের নামের স্থানে এখন 'মৃত' লেখা হয়েছে এবং বালগারের নামের স্থানে লেখা হয়েছে 'আটক'। গত বুধবার বালগার গ্রেফতার হয়। এফবিআইয়ের ৫৬টি স্থানীয় অফিস সংস্থাটির অপরাধ তদন্ত বিভাগের কাছে ওই শূন্য স্থান পূরণের জন্য নাম পাঠিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবেন এফবিআইয়ের পরিচালক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।