আমাদের কথা খুঁজে নিন

   

এই শীতল দিন কবে শেষ হবে?

আকাশটা ঝকঝকে নীল। রোদটা মিষ্টি হলুদ। জানালা দিয়ে তাকালে বুঝবার উপায় নেই যে বাইরের তাপমাত্রা হাত-পা জমিয়ে দেয়ার জন্য যথেষ্ঠ। এবারের শীতটা যেন বড় বেশি লম্বা, শেষ হতে হতেও হচ্ছেনা শেষ। এই তো গতকালও তুষারপাত হলো। কে বিশ্বাস করবে এটা মার্চ মাস! প্রথম এসে ধোঁকা খেতাম। মিষ্টি রোদ দেখে জ্যাকেট, টুপি, হাতমোজা ছাড়া বাইরে বের হতাম আর পাঁচ মিনিট পার না হতেই ছিটকে ঘরে ঢুকতাম - ততক্ষণে স্নায়ু বিকল হবার জোগার! এখন ঝকঝকে নীল আকাশ আর মিষ্টি রোদ দেখে ধোঁকা খাইনা...। অপেক্ষা করছি কবে শেষ হবে এই শীতল সময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।